adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইনু বললেন – জঙ্গীদের সঙ্গে দোস্তি ছাড়তে পারেননি খালেদা

1444482291ডেস্ক রিপোর্ট : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিশ পঁচিশ বছর ধরে জঙ্গীদের সঙ্গে দোস্তি ও বদঅভ্যাস ছাড়তে পারেননি বেগম খালেদা জিয়া।  বেগম জিয়া রাজনীতিতে থাকলে গণতন্ত্র আছে, না থাকলে গণতন্ত্র নেই, এ যুক্তি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বেগম খালেদা আমাদের ব্যাপার নয়।  ব্যাপার হলো রাজনীতিতে জঙ্গী, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীরা থাকবে কি থাকবে না।

শনিবার কুষ্টিয়ার মিরপুরে গোপালপুর দর্গাতলা মোড়ে একটি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, আমাদের অবস্থান পরিস্কার, রাজনীতিতে জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীরা থাকবে না।  তারা থাকলে গণতন্ত্র ধ্বংস হয়, তাদের বাদ রাখলে গণতন্ত্র নিরাপদ হয়।

জঙ্গিদের সাথে দোস্তির বদ অভ্যাসটা ত্যাগ করলেই বেগম জিয়ার মুখে গণতন্ত্রের কথা শোভা পাবে বলে মন্তব্য করেন তিনি।

 জাসদ সভাপতি বলেন, বিদেশিদের নিরাপত্তার বিষয়ে কে কাকে সতর্ক করছে? আমেরিকা ও ইংল্যান্ড তার নিজের দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না।  বাংলাদেশের ভেতরে তাদের নাগরিকদের নিরাপত্তায় সতর্কতা জারি করছে তারা।

তথ্যমন্ত্রী বলেন, তারা সতর্কতা জারি করুক আর না করুক দেশে সব বিদেশির নিরাপত্তা দিতে সর্বাত্মক চেষ্টা চালাবে সরকার। এসময় মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া