adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোমা হামলায় তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে ৮৬

ankara_86413আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারায় সরকারবিরোধী একটি সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছেন। এছাড়া ওই ঘটনায় দুই শতাধিক লোক আহত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

তুরস্কের দক্ষিণাঞ্চলে কুর্দি সন্ত্রাসীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াইয়ের প্রতিবাদে শনিবার এ সমাবেশে ডাক দিয়েছিল কুর্দিপন্থী রাজনৈতিক দল এইচডিপি।

গণতন্ত্র এবং শান্তির দাবিতে ডাকা এই সমাবেশটি হওয়ার কথা ছিল স্থানীয় সময় বেলা ১২টায়। কিন্তু সমাবেশ শুরুর আগেই পরপর দুটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ দুটি আত্মঘাতী হামলা কিনা তা তদন্ত করে দেখছে তুর্কি কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দা এমরে জানান, তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং বহু লোকের মৃতদেহ দেখেছেন। উত্তেজিত লোকজন পুলিশের গাড়ির ওপর হামলার চেষ্টা করেছে বলেও জানান তিনি।

একে সন্ত্রাসী হামলা হিসাবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট। এর আগে জুনে দেশটির দিয়ারবাকির শহরে এইচডিপি পার্টির আরেকটি মিছিলেও বোমা হামলা চালানো হয়েছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া