adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত ‘হিন্দু সৌদি’তে পরিণত : তসলিমা নাসরিন

1444340395ডেস্ক রিপোর্ট :  ইসলাম ধর্মে সৌদি আরবের মতো ভারতও 'হিন্দু সৌদি' হতে চলেছে বলে কটাক্ষ করলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। শিবসেনার হুমকিতে মুম্বাইয়ে বাতিল হয়ে গিয়েছে বিখ্যাত পাক গজল গায়ক গুলাম আলির অনুষ্ঠান। এই ঘটনার পরই টুইটারে তসলিমা ভারতকে 'হিন্দু সৌদি' হিসেবে কটা করেন।

তিনি লেখেন, 'গুলাম আলি জিহাদি নন। তিনি একজন গায়ক। দয়া করে জিহাদি ও গায়কের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করুন।'

চলতি সপ্তাহেই মুম্বাইয়ে গজল গায়ক গুলাম আলির অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ইতোমধ্যে শিবসেনার তরফে হুমকি দিয়ে জানানো হয়, কোনও পাকিস্তানী শিল্পীকে যেন মুম্বাইয়ে আমন্ত্রণ জানানো না হয়। এই হুমকি উপো করলে শিবসেনার ক্রোধ দেখার জন্য প্রস্তুত থাকতে হবে।

 এরপরই শেষ মুহূর্তে তড়িঘড়ি গুলাম আলির অনুষ্ঠান বাতিল করে দেন উদ্যোক্তারা। ঘটনায় বিতর্কের ঝড় উঠেছে ভারতজুড়ে। এহেন পরিস্থিতিতে বিতর্ক উস্কে দিয়েছে তসলিমা নাসরিনের টুইট। ভারত ক্রমেই 'হিন্দু সৌদি'-তে পরিণত হচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া