adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতীয় গৃহকর্মীর হাত কেটে ফেললো সৌদি গৃহকর্ত্রী

INDIAআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে এক ভারতীয় গৃহকর্মীর হাত কেটে নেয়ার পর ঘটনার প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, সৌদি আরবে এক বাসায় কর্মরত ভারতীয় পরিচারিকার একটি হাত কেটে নেয়ার খবরে তিনি বিচলিত। বিষয়টি তিনি সৌদি কর্তৃপরে গোচরে এনেছেন বলে জানিয়েছেন সুষমা স্বরাজ।
কাস্তুরি মুনিরাথিনাম সৌদি আরবে যে বাড়িতে কাজ করতেন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার পর গৃহকর্ত্রী তাঁর ডান হাত কেটে নেন বলে অভিযোগ করা হচ্ছে।
ঐ বাড়ীতে তাকে নিয়মিত নির্যাতন করা হতো বলেও অভিযোগ করছে মিসেস মুনিরাথিনামের পরিবার।
তবে ঘটনার ব্যাপারে সৌদি কর্তৃপরে কোন বক্তব্য এখনো পাওয়া যায়নি।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ এ ঘটনার পর টুইটারে লিখেছেন, “এটা একেবারে অগ্রহণযোগ্য। আমরা বিষয়টি সৌদি কর্তৃপরে কাছে তুলেছি। আমাদের দূতাবাস ভিক্টিমের সঙ্গে যোগাযোগ রাখছে।”
কাস্তুরি মুনিরাথিনিামের বাড়ী দণি ভারতীয় শহর চেন্নাইতে। তাঁর ছেলে এস কুমার বিবিসি হিন্দিকে জানিয়েছেন, তার মা সৌদি আরবে কাজ করতে যাওয়ার পর থেকেই সেখানে তাকে লম্বা সময় কাজ করানো হতো বলে অভিযোগ করতেন। সেখানে তাকে ঠিকমত খেতেও দেয়া হতো না।
কাস্তুরি মুনিরাথিনামের বোন এস বিজয়কুমারি জানান, যখন তার বোন পালানোর চেষ্টা করেন তখন গৃহকর্ত্রী তার ডান হাত কেটে ফেলে। তাকে এখন রিয়াদের এক হাসপাতালে চিকিতসা দেয়া হচ্ছে।
সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গৃহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ প্রায়ই উঠে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া