adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিফার ভারপ্রাপ্ত সভাপতি হায়াতু

Hayatou1444315806স্পোর্টস ডেস্ক : ফিফার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) প্রধান ইসা হায়াতু। দুর্নীতির কারণে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারকে বরখাস্ত করায় এ পদে সাময়িক দায়িত্ব পালন করবেন ক্যামেরুনের এই ফুটবল সংগঠক। 
 
সুইজারল্যান্ডের একটি ফৌজদারি দুর্নীতির মামলায় জড়িয়ে পড়ায় বৃহস্পতিবার  ফিফা সভাপতি ব্ল্যাটার, উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি ও ফিফার সাধারণ সম্পাদক জেরোমি ভালকেকে ৯০ দিনের জন্য সাময়িক বরখাস্ত করে ফিফার এথিক্স কমিটি। আগামী তিন মাস ফুটবল সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকবেন তারা।
 
হায়াতুকে ফিফার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার বিষয়ে ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘দীর্ঘদিন ধরে ফিফার পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করা ইসা হায়াতু ফিফার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাজ করবেন।’
 
৬৯ বছর বয়সি হায়াতু ১৯৮৮ সাল থেকে ২০০২ পর্যন্ত কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) সভাপতি ছিলেন।
 
আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফিফার পরবর্তী সভাপতি নির্বাচন। এখন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেও ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছে নেই হায়াতুর। তিনি বলেন, ‘আমি শুধু অন্তর্র্বতীকালীন ভিত্তিতে দায়িত্ব পালন করব। নতুন সভাপতি হবেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে। আমি এই পদের জন্য প্রার্থী হব না।’
 
এদিকে মিশেল প্লাতিনিকে বরখাস্ত করায় উয়েফার ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছেন স্পেনের অ্যাঙ্গেল মারিয়া ভিলার।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া