adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুসলমান হওয়ায় জাপানির লাশ গ্রহণ করেনি পরিবার – দাফন রংপুরে

hosi-konio_86170ডেস্ক রিপোর্ট : রংপুরের কাউনিয়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত জাপানি নাগরিক হোসি কুনিওর লাশ রংপুরের মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হবে।

হোসি কুনিও মুসলমান হওয়ায় পরিবার থেকে লাশ গ্রহণ না করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
রংপুরে লাশ দাফনের বিষয়ে জানিয়েছেন রংপুরের সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।
তিনি বলেন, কুনিওর লাশ রংপুরেই দাফন করা হবে। তাকে জাপান দূতাবাস থেকে বিষয়টি বলা হয়েছে। লাশ আগামীকাল শুক্রবার দাফন করা হবে বলে জানান তিনি।


হোসি কুনিও রংপুরের মুন্সিপাড়ায় জাকারিয়া বালার বাড়িতে থাকতেন। সেখানকার স্থানীয়রা জানান, হোসি কোনিও মুসলমান হয়েছিলেন গত ২৭ রমজান। তাকে মুসলমান করেছেন রংপুর মহানগরীর মুন্সিপাড়ার কাদেরিয়া জামে মসজিদে ইমাম সিদ্দিক হোসেন। মুসলমান হওয়ার পর তার নাম রাখা হয়েছিল গোলাম কিবরিয়া। এবারের কোরবানীর ঈদ তিনি মুন্সিপাড়া ঈদগাহ মাঠে আদায় করেছেন।
এছাড়া ওই মসজিদের ভারপ্রাপ্ত ইমাম তাজুল ইসলাম জানিয়েছিলেন, মুসলমান হওয়ার সাত দিন পর তিনি (হোসি কোনিও) আমার পেছনে মাগরিবের নামাজ আদায় করেছিলেন।


গত শনিবার রংপুরের কাউনিয়া উপজেলায় দুর্বৃত্তের গুলিতে হোসি কোনিও (গোলাম কিবরিয়া) নিহত হন। ঘটনার দিন থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সি বিভাগের মর্গে তার লাশ রাখা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া