adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বহিষ্কার

jog u_86112_0নিজস্ব প্রতিবেদক : শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)  শিক্ষক সমিতিকে বহিষ্কার করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়  শিক্ষক সমিতি ফেডারেশন।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের  শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ভর্তি পরীা বর্জনের ঘোষণা দেওয়ায় জবি  শিক্ষক সমিতিকে ফেডারেশন থেকে বহিষ্কার করা হয়।

বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে ফেডারেশন জানায়, শৃঙ্খলা ভঙের কারণে জবি  শিক্ষক সমিতিকে বহিষ্কার করা হয়েছে, যা বুধবার থেকে কার্যকর হবে।

বুধবার রাতে ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জানান, অর্থমন্ত্রীর বক্তব্যের বিষয়ে ফেডারেশনের যে কর্মসূচি ছিল জবি  শিক্ষক সমিতি তা অমান্য করেছে। ফলে গত ১০ সেপ্টেম্বরই ফেডারেশন তাদের জানিয়ে দিয়েছিল যে, এ ধরনের ঘটনা পরে ঘটলে তাদের সাময়িক বহিষ্কার করা হবে। কিন্তু এর পরেও নিয়ম ভেঙে আলাদা কর্মসূচি দেওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের জিম্মি করে কর্মসূচি দিতে চাই না, কিন্তু তারা তাই করল। আমরা চেয়েছিলাম পরীাগুলো হয়ে যাক, যাতে সাধারণ মানুষ আমাদের পক্ষে থাকেন।

অ্যধাপক মাকসুদ কামাল আরও বলেন, তারা যদি ভুল স্বীকার করে মা চান, তাহলে ফেডারেশন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক সমিতি নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়  শিক্ষক  সমিতি ফেডারেশন গঠিত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া