adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চোখ বেঁধেও ৬ বলে পিটারসেনের ৫ ছক্কা

Pietersenস্পোর্টস ডেস্ক : কেভিন পিটারসেনের ক্রিকেটীয় প্রতিভার কোনো তুলনা হয় না। ক্যারিয়ার জুড়ে নানা প্রতিকূলতার পরও নিজেকে ফিট রেখেছেন ইংলিশ এই ব্যাটসম্যান। এবার তিনি ক্রিকেট বিশ্বকে দেখালেন ভিন্ন কিছু।
অনুশীলন মাঠে চোখ বাঁধা অবস্থায় একের পর এক ছক্কা হাঁকিয়ে নিজের প্রতিভাকে জানান দিলেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত এই ক্রিকেটার। তবে কোনো বোলার অবশ্য ডানহাতি এ ব্যাটসম্যানের বিপক্ষে বল করেননি। বলে এসেছে ‘বোলিং মেশিন’ থেকে।
বোলিং মেশিন থেকে করা ছয়টি বলের পাঁচটিতে বিশাল ছক্কা হাঁকান পিটারসেন। একটি বল তো গিয়ে মাঠের বাইরের বিল্ডিংয়ের কাঁচ ভেঙে দেয়। তবে সবচেয়ে চমৎকার ছিল পিটারসেনের প্রিয় ‘রিভার সুইপ’। ডানহাতি এ ব্যাটসম্যান দারুণ ভাবে বাঁ দিকে ঘুরে ছক্কাটি হাঁকান।
পিটারসেন সর্বশেষ ২০১৪ সালে ইংলিশ দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তবে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়।

https://www.youtube.com/watch?t=117&v=4yaw-_axx8Y
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া