adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সালমারা পাকিস্তানের আতিথিয়েতায় তুষ্ট

WOMENক্রীড়া প্রতিবেদক : পাকিস্তানের উষ্ণ আতিথিয়তায় সিক্ত হয়ে ১০ দিনের সফর শেষে বুধবার দুপুরে ঢাকা ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। দুপুর ১২.২৫ মিনিটে নারী দল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলেও লাগেজ নিয়ে বের হতে সময় নেয় প্রায় ২ ঘন্টা ১৫ মিনিট সময় রেগে যায়।
এদিকে, সফরকালীন সময়ে বাংলাদেশ দলকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেয়া নিরাপত্তায় যথেষ্টই সন্তুষ্ট সফকারী দলের ম্যানেজার শফিকুল হক হীরা, নারী ক্রিকেট দলের চেয়ারম্যান এমএ আউয়ালর চৌধুরী ও অধিনায়ক সালমা খাতুন।
নিরাপত্তা প্রসঙ্গে বাংলাদেশ নারী দলের ম্যানেজার শফিকুল হক হীরা বলেন, পিসিবি বাংলাদেশ নারী দলকে যে নিরাপত্তা দিয়েছে তাতে তিনি বেশ তুষ্ট। তবে, সফরে সালমারা যে পারফরম্যান্স দেখিয়েছে, তা স্বাগতিক দলটির বিপক্ষে নেহায়াত মন্দ নয়। পুরো সিরিজে সালমাদের বোলিং, ফিল্ডিং নিয়ে তুষ্ট এই ম্যানেজার দেশটির কন্ডিশন নিয়েও বেশ ইতিবাচক ইঙ্গিত দিলেন। তবে ব্যাটিংয়ে আর একটু ভাল করলে দুটি ম্যাচে ফলাফল বাংলাদেশের পক্ষে আসতো বলে মত দিলেন তিনি।
নিরাপত্তা বেশ জোরালোই দিয়েছে, যা ভিভিআইপি সমতুল। এছাড়াও দলের জন্য বিভিন্ন সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড ডিনার পার্টি, খাওয়া দাওয়া ও আপ্যায়নসহ বাড়তি আতিথিয়তা দিতেও ভুলে যায়নি বলে জানান নারী উইংয়ের চেয়ারম্যান এম এ আউয়াল। সফরকালীন সময়ে দেশটির আইন শৃঙ্খলাবাহিনী ২৪ ঘন্টাই নিরাপত্তার চাদরে সফরকারীদের আবৃত রেখেছে বলেও তিনি জানান। 
সালমাদের পারফরমেন্সের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে এম এ আউয়াল বলেন, এশিয়া কাপের পর বাইরের আর কোন দলের সাথে না খেলায় দলের পারফরমেন্স ৪-০ হয়েছে। 
এদিকে, পাকিস্তানে সালমাদের উর্দু বলা নিয়ে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানালেন দলের ম্যানেজার শফিকুল হক হীরা। একমাত্র প্রথম টি টোয়েন্টিতেই টসের সময় অনিচ্ছাকৃত এক লাইন উর্দু বললেও পরবর্তীতে প্রেস কনফারেন্সেসহ মাঠে ও মাঠের বাইরে কখনোই টিম বাংলাদেশ  উর্দুতে কথা বলেনি। শুধু তাই নয়, সিরিজে সালামারা বাংলায় কথা বলেছেন এবং ম্যানেজার তা ইংরেজীতে অনুবাদ করে দিয়েছেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন, ম্যানেজার শফিকুল হক হীরা। 
অন্যদিকে, পুরা সিরিজে একমাত্র ব্যাটিংয়ে দুর্বলতা ছাড়া আর দলের আর কোন সমস্যা দেখছেন না সফরকারী অধিনায়ক সালমা খাতুন। আর অভিষিক্ত ক্রিকেটাররা এই সিরিজ থেকে যা শিখেছেন, তা দলের অন্যতম অর্জন বলে মনেকরেন এই টাইগ্রেস অধিনায়ক।


 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া