adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর জয়ে জুনায়েদের শতক

JUNAYED. RAJSHAIক্রীড়া প্রতিবেদক : এবারের জাতীয় লিগে প্রথম দল হিসেবে জয়ের মুখ দেখেছে রাজশাহী। নিজেদের মাঠে মঙ্গলবার চট্টগ্রামকে ৭ উইকেটে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। বৃষ্টি বিঘিœত প্রথম রাউন্ডে এবার চারটি ম্যাচই ড্র হয়েছিল।
রাজশাহীর সফল রান তাড়ায় শতক করেছেন জুনায়েদ সিদ্দিক। তবে মাত্র ৮ রানের জন্য প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম শতরান হাতছাড়া করেছেন তরুণ ওপেনার নাজমুল হোসেন। ২৫৭ রান তাড়ায় আগের দিনই বিনা উইকেটে ৯৮ রান তুলে ফেলেছিল রাজশাহীর উদ্বোধনী জুটি। শেষদিন সকালে নিজেদের জুটিকে আরও অনেকটা এগিয়ে নেন জুনায়েদ ও নাজমুল।
৫৩ রান নিয়ে দিন শুরু করা জুনায়েদ ১২৬ বলে ছুঁয়েছেন ক্যারিয়ারের অষ্টম শতক। তবে জাতীয় দলের বাইরে থাকা ওপেনার আউট হয়ে যান পরের ওভারেই। খানিক পর জুনায়েদকে অনুসরণ করেন নাজমুলও। ১৩ চার ও ১ ছক্কায় ৯২ করে ফেরেন অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক। রাজশাহীর দুই ওপেনারকেই ফেরান জুবায়ের হোসেন। চারে নামা তš§য়কেও ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান জাতীয় দলের লেগ স্পিনার।
তবে রাজশাহীর জয় নিয়ে শঙ্কা জাগেনি একটুও। ৫ ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৪৯ রান করে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন সাব্বির রহমান। নাফিস ইকবালকে দুই ছক্কা মেরে ম্যাচের ইতি টেনে দেন জাতীয় দলের এই ব্যাটসম্যান।

 
সংক্ষিপ্ত স্কোর: চট্টগ্রাম ১ম ইনিংস: ৩৮৩
রাজশাহী ১ম ইনিংস: ৩০৮
চট্টগ্রাম ২য় ইনিংস: ১৮১

রাজশাহী ২য় ইনিংস: ৫৫.৫ ওভারে ২৬০/৩ (নাজমুল ৯২, জুনায়েদ ১০২, ফরহাদ হোসেন ১২*, তš§য় ০, সাব্বির ৪৯*; ইয়াসির ২-০-১৮-০, মনিরুজ্জামান ৮-৩-২৪-০, জুবায়ের ২০-২-৯২-৩, নাবিল ১২-০-৪৮-০, সাইফুদ্দিন ১-০-১৭-০, তাসামুল ৪-০-১৫-০, মুমিনুল ২-১-৩-০, মেরাজুল ৫-০-২৬-০, তামিম ১-০-১-০, নাফিস ০.৫-০-১২-০)।
ফল: রাজশাহী ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: জুনায়েদ সিদ্দিক।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া