adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশি হত্যায় জামায়াত জড়িত থাকতে পারে : ভারতীয় গোয়েন্দা সংস্থার দাবি

photo-1444122255_99023আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে বিদেশি দুই নাগরিক হত্যায় আইএস জঙ্গিরা জড়িত নয় বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা। বরং এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জামায়াতে ইসলামীর কর্মীরা জড়িত থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তারা মনে করছেন, মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৯৭১ সালে অভিযুক্ত দলটির শীর্ষ নেতাদের ‘সঠিক’ বিচার না পাওয়ার প্রতিবাদ এবং পশ্চিমা দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করতে জামায়াত এ কাজ করতে পারে।

মঙ্গলবার ভারতের প্রভাবশালী দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’র অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির শীর্ষ এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘আগামীতে জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন শীর্ষ নেতার ফাঁসি কার্যকর হতে পারে। দলটির অন্যতম শীর্ষ নেতা মতিউর রহমান নিজামীর আপিল শুনানি চলছে। ঠিক এই সময়েই বিদেশিদের ওপর এই হামলা পশ্চিমা দেশগুলোর দৃষ্টি আকর্ষণের জন্যই করা হতে পারে।’

ওই কর্মকর্তা আরও বলেন, বিশ্বজুড়ে আইএস জঙ্গিরা তাদের প্রতি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। আর জঙ্গিদের দিয়ে জামায়াত এই হামলাগুলো করিয়ে তা আইএস করেছে বলে প্রচারণা চালাচ্ছে। তারা জানে যে, পশ্চিমারা অবিলম্বে এর নিন্দা করবে এবং শেখ হাসিনা সরকার যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ সেটি প্রমাণে জামায়াত সম হবে।’

ভারতের আরেক কর্মকর্তা বলেন, গোয়েন্দা সংস্থা মনে করে, বাংলাদেশে হত্যাকাণ্ডের সঙ্গে আইএসের কর্মকাণ্ড মেলে না। শিকারের শিরচ্ছেদ ও ভিডিওচিত্র তোলা আইএসের হত্যাকাণ্ডের অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু বাংলাদেশে ঘটনা দুটিতে গুলি চালানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত আইএসের সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

ওই কর্মকর্তা আরো বলেন, আটকরা হয়তো প্রকৃত অপরাধী নয়, কিন্তু অপরাধীদের ধরতে তদন্ত চলছে। এখন পর্যন্ত এমন কোনো সূত্র পাওয়া যায়নি, যা আইএসের দাবিকে সমর্থন করে।
অন্য এক গোয়েন্দা কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘একমাত্র যে ব্যাখ্যাটি পাওয়া যায় তা হলো, জামায়াত সংশ্লিষ্টতা। দলটি নিজ ভূমিতে বিদেশি হত্যার মাধ্যমে হাসিনা সরকারকে আঘাত করছে। এর কারণ হতে পারে হাসিনা সরকারকে পেছনে ফেলা। আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতার ল্েয দলটি কয়েক বছর ধরে নিজেদের কার্যক্রম নিয়ন্ত্রণে রেখেছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া