adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

bangladesh_football1443797161ক্রীড়া প্রতিবেদক : এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইপর্বের ম্যাচে শুক্রবার শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ দল। ঘরের মাঠে লঙ্কানদের ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের যুবারা। দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৭-০ গোলে হারায় উজবেকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
 
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দারুণ খেলতে থাকে বাংলাদেশের যুবারা। তবে কাঙ্খিত গোলের দেখা পেতে বেশ সময় নেয়। প্রথমার্ধে দারুণ কিছু সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ফলে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। আর খেই হারায় স্কুল পড়–য়াদের নিয়ে দল গড়া শ্রীলঙ্কা। দ্বিতীয়ার্ধে তাদের রণাত্মক ফুটবল কাজে লাগেনি। তাদের রণব্যুহ ভেঙে গোল আদায় করে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
 
ম্যাচের ৬৭ মিনিটে ইব্রাহিমের ফ্রি কিক রোহিত সরকার বক্সে পেয়ে শট নিলে ডিফেন্ডারদের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি বলে শট নিয়ে শ্রীলঙ্কার জালে বল জড়ান ফরোয়ার্ড মান্নাফ রাব্বি (১-০)।
 
ম্যাচের ৮৩ মিনিটে ইব্রাহিমের শট বক্সের মধ্যে লঙ্কান অধিনায়ক দানুসকার হাতে লাগলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশের অধিনায়ক মাসুক মিয়া জনি (২-০)। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
 
রোববার গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। মঙ্গলবার খেলবে উজবেকিস্তানের বিপ।ে তিনটি ম্যাচের যেকোনো দুটিতে জয় পেলে বাংলাদেশ ‘এ’ গ্রুপের রানার্স আপ হতে পারবে। আর সেটা সম্ভব হলে ২০১৬ সালে বাহরাইনে অনুষ্ঠিত এএফসি অনূধর্ব-১৯ চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া