adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের নারী দলের আটজন পুরুষ

Iran_footballআন্তর্জাতিক ডেস্ক : ইরানের নারী ফুটবল দলে আটজন পুরুষ ফুটবলার থাকার অভিযোগ উঠেছে। দেশটির নারী ফুটবল দলে পুরুষ থাকার অভিযোগ এবারই প্রথম নয়, এর আগে ২০১৪ সালে এমন অভিযোগ নিয়ে প্রশ্ন উঠেছিল। তারও আগে ২০১০ সালে দলটির গোলরক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে। এছাড়া গত বছর চারজনের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল।

ইরান ফুটবলের সঙ্গে জড়িত মোজতাবি শরিফি জানিয়েছেন, দেশের নারী ফুটবল দলে আটজন রয়েছেন যারা পুরুষ। তাদের বিরুদ্ধে আগেও অভিযোগ আনা হয়েছিল। কিন্তু, এখনও লিঙ্গ অস্ত্রোপচার না করে তারা দলটিতে খেলে যাচ্ছেন। এর আগে তাদের জানানো হয়েছিল, অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনের নিয়ম মেনে দ্রুত পদক্ষেপ নিতে।

নতুন করে ইরানের নারী দলের এ সদস্যেদের লিঙ্গ পরীক্ষার আদেশ দেওয়া হয়েছে। আর আদেশটি দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ।

২০১৪ সালে দেশটির ফুটবল গভর্নিং বডি এক বৈঠকে বসে সিদ্ধান্ত দিয়েছিল, যাদের বিরুদ্ধে পুরুষ খেলোয়াড়ের অভিযোগ উঠেছে, তারা দলে থাকতে চাইলে লিঙ্গ অস্ত্রোপচারের নিয়ম মেনে লিঙ্গ পরিবর্তন করতে পারবেন।

১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী (মৃত) নিজ ক্ষমতাবলে লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচারকে ফতোয়ার মাধ্যমে বিধিসম্মত করেন। তবে, ইরানে এ ধরনের কোনো অস্ত্রোপচারকে মৌখিকভাবে মেনে নেওয়া হয়না। সেখানে ফুটবলে নারীদের অংশগ্রহণের জন্যও রয়েছে বিশেষ ড্রেসকোড।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া