adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গরু আসলেই ইলিশ যাবে

Hilshaডেস্ক রিপোর্ট : বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত হাট ব্যবসায়ীকভাবে সফল হলেও দেশটি যথেষ্ট পরিমাণ ইলিশ পাচ্ছে না বলে অভিযোগ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
তবে বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় কাস্টমস কর্মকর্তারা সীমান্ত হাটে গরু বিক্রির অনুমোদন দেয় না। গরু বিক্রির অনুমোদন দিলেই হাটে ইলিশ বিক্রির বিষয়টি বিবেচনা করা হবে।
ভারতীয় গণমাধ্যমটি লিখেছে, ‘বাংলাদেশের সাথে ভারতের ত্রিপুরা সীমান্তে চালু হওয়া বর্ডার হাটে জমজমাট ব্যবসা চললেও ভারতীয়দের অভিযোগ তারা তাদের সবচেয়ে বেশি প্রত্যাশিত ইলিশ মাছ পাচ্ছে না।’
ত্রিপুরার সেপাহিজালা জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ও কমলসাগর বর্ডার হাট ব্যবস্থাপনা কমিটির কো-চেয়ারম্যান দিলিপ কুমার চাকমা এ বিষয়ে বলেন, ভারতীয়রা বিশেষ করে ভারতীয় বাঙ্গালিরা চায় আন্তর্জাতিক সীমান্তের এ সাপ্তাহিক বাজারটিতে ইলিশ তাদের প্রাপ্তিসাধ্য হোক।
তিনি ভারতীয় গণমাধ্যম ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) আরও বলেন, ‘বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন তারা সীমান্ত হাটে ইলিশ বিক্রির বিষয়ে তাদের সরকারের সাথে কথা বলবেন।’
দেশের মানুষ যাতে ইলিশ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে ২০১২ সালে বাংলাদেশ অন্য দেশে ইলিশ রফতানি নিষিদ্ধ করে সরকার। বাংলাদেশ এবং ভারতে সুস্বাদু এ মাছটির চাহিদা রয়েছে প্রচুর।
বাংলাদেশের পদ্মা নদীর একেকটি ইলিশ ভারতের বাজারে বিক্রি হয় ১ হাজার থেকে ১ হাজার ৬’শ রুপি পর্যন্ত। সীমান্ত হাটে ইলিশ দেয়ার ব্যাপারে বাংলাদেশের রয়েছে একটি বিশেষ চাহিদা। বাংলাদেশ চায় সীমান্তে গরু সহজসাধ্য করা হোক।
দিলিপ কুমার চাকমা বলেন, বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন ভারতীয় কাস্টমস কর্মকর্তারা সীমান্ত হাটে গরু বিক্রির অনুমোদন দেয় না।
তিনি আরও বলেন, ‘সীমান্তে গরু বিক্রির ব্যাপারে বাংলাদেশি কর্মকর্তারা ভারত সরকারকে রাজি করানোর চেষ্টা করবেন।’
তবে কাঠাল ও অন্যান্য ফল, বিস্কুট, শুটকি, তৈজসপত্র, গার্মেন্টস সামগ্রীর বাজার খুব ভালো বিক্রি হয় সীমান্তের হাটগুলোতে। কসমেটিকস এবং প্রিন্ট শাড়িও বিক্রি হয় ভালো।
সীমান্তের বাংলাদেশি ব্যবসায়ী সামাদ মিয়া জানান, ‘ভারতীয় হরলিকস এবং অন্যান্য শিশুখাদ্য বাংলাদেশে বেশ জনপ্রিয়। ভারতীয় চকলেট ও বিস্কুটও সমান জনপ্রিয় এখানে।’
এ বছরের শুরুর দিকে ত্রিপুরার শ্রীনগর এবং কমলসাগরে নতুন করে দুটি হাট বসানো হয়।
সেপাহিজালা জেলার ম্যাজিস্ট্রেট প্রদিপ চক্রবর্তী জানান, এ হাটগুলোতে দুই দেশের মুদ্রাই ব্যবহƒত হয়। কোনও পণ্যের উপর কর দিতে হয় না এ হাটগুলোতে।’
চক্রবর্তী আরও বলেন, এ হাটগুলোতে ক্রেতা এবং বিক্রেতারা সর্বোচ্চ ৬৫০০ রুপির পণ্য কেনাবেচা করতে পারে। পাইকারি ক্রয়-বিক্রয় ঠেকাতে এ সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে।
খুব শিঘ্রই ভারতের সাথে আরও দুটি সীমান্ত হাট চালু করবে বাংলাদেশ।
ভারতের বাণিজ্যমন্ত্রী নির্মল সিতারামান বলেন, ‘ত্রিপুরার উত্তরাঞ্চলের কমলনগর এবং রাঘনাতে আরও দুটি হাট বসানোর জন্য অবকাঠামো সৃষ্টিতে ইতোমধ্যে তারা ৫.৮০ কোটি রুপি অনুমোদন দিয়েছে।
প্রতি সপ্তাহে একদিন বসে সীমান্তের এ হাটগুলি। তবে হাটগুলিতে ইলিশ এখন আর পাওয়া যায় না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া