adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘নো ইলেক্ট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে নতুন বিদ্যুতকেন্দ্র

Electricity1443183722ডেস্ক রিপোর্ট : সিঙ্গাপুর ভিত্তিক বিশ্বখ্যাত বেসরকারি কোম্পানি সানএডিশন এনার্জি হোল্ডিং প্রাইভেট কোম্পানি কক্সবাজার জেলার টেকনাফে ২০০ মেগাওয়াট সোলার পার্ক স্থাপন করবে। ২০ বছর মেয়াদে কোম্পানিটির উতপাদিত বিদ্যুতের জন্য মোট ৮৫৯৫ দশমিক ৬৬ কোটি টাকা পরিশোধ করতে হবে। ‘নো ইলেক্ট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে সংস্থাটি বিদ্যুৎ সরবারহ করবে।
 
বিদ্যুত বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশে প্রতি বছর বিদ্যুতের চাহিদা ১০ শতাংশ থেকে ১২ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। পাওয়ার সিস্টেম মাস্টার প্লান ২০১০ অনুযায়ী বাংলাদেশে ২০২১ সালে ২৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ল্যমাত্রা ধার্য করছে।
 
এ পরিকল্পনার আওতায় প্রচলিত জীবাশ্ম জ্বালানি ভিত্তিক নতুন বিদ্যুতকেন্দ্র স্থাপনের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির উৎসের ব্যবহার বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
 
সূত্র জানায়, নবায়নযোগ্য জ্বালানির নীতিমালা-২০০৮ অনুযায়ী ২০১৫ সালের মধ্যে মোট উতপাদিত বিদ্যুতের ৫ শতাংশ অর্থাৎ ৮০০ মেগাওয়াট এবং ২০২০ সালের মধ্যে উৎপাদিত বিদ্যুতের ১০ শতাংশ অর্থাৎ দুই হাজার মেগাওয়াট বিদ্যুত নবায়নযোগ্য জ্বালানি উতস থেকে উতপাদনের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
 
এ ল্যমাত্রা অর্জনের জন্য সৌর শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ল্েয বিদ্যুৎ বিভাগ ৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুত উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে।
 
সূত্র জানায়, প্রস্তাবিত বিদ্যুতকেন্দ্র থেকে উতপাদিত বিদ্যুতের জন্য স্পন্সর কোম্পানি লেভেলাইজড ট্যারিফ চার্জ (এলটিসি) প্রতিঘণ্টা কিলোওয়াটের দাম ধরা হয়েছে শূন্য দশমিক ১৭ ডলার বা বাংলাদেশি ১৩ টাকা ২৬ পয়সা। পৃথিবীর বিভিন্ন দেশে এ কোম্পানির সৌর বিদ্যুতকেন্দ্র স্থাপনের অভিজ্ঞতা রয়েছে। প্রস্তাবিত প্রকল্পে ঋণ এবং বিনিয়োগের অনুপাত ৭৫:২৫। কোম্পানি নিজ অর্থে ও নিজ ব্যবস্থাপনায় প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমির সংস্থান, বিদ্যুৎ সঞ্চালনের জন্য ট্রান্সমিশন লাইন, সাব-স্টেশন নির্মাণসহ সম্পূর্ণ প্রকল্প ব্যয় নির্বাহ করবে ও বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের
(বিউবো) নির্ধারিত নিয়মানুসারে প্রয়োজনীয় প্রপোজাল সিকিউরিটি দাখিল করবে।
 
সূত্র জানায়, এর আগে বিদ্যুত ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন ২০১৫ এর আওতায় বিদ্যুৎ বিভাগের গৃহীত পরিকল্পনা ও প্রস্তাব বাস্তবায়নের ল্েয এই আইনের অধীনে কয়েকটি কমিটি গঠন করা হয়। কমিটি প্রকল্পের স্থান নির্ধারণের জন্য টেকনাফ, তেঁতুলিয়া, ত্রিশাল এবং ঘাটাইল এলাকা পরিদর্শন করে কোম্পানির প্রস্তাব পর্যালোচনা করে একটি প্রতিবেদন তৈরি করে। এতে কক্সবাজার জেলার টেকনাফ ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করে। এরমধ্যে টেকনাফে প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।
 
সূত্র জানায়, নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০০৮ অনুযায়ী সরকারের ঘোষিত ল্যমাত্রা অর্জনে এ পর্যন্ত বড় আকারের কোনো প্রকল্প গ্রহণ করা সম্ভব হয়নি। তা ছাড়া দেশে এ পর্যন্ত বৃহদাকার গ্রিড কানেক্টেড নবায়নযোগ্য জ্বালানী ভিত্তিক কোনো বিদ্যুতকেন্দ্র নেই। কোম্পানির প্রস্তাবিত ট্যারিফ বিউবো কর্তৃক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চুক্তিকৃত অনুরূপ বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ ট্যারিফ তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফের তুলনায় কম।
তা ছাড়া ‘নো ইলেক্ট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিক বিদ্যুত ক্রয় করা হবে বিধায় এখানে বিউবোকে কোনো ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবে না। প্রস্তাবিত বিদ্যুতকেন্দ্রের জন্য স্পন্সর নিজ খরচে ও নিজ উদ্যোগে জমি সংগ্রহ করবে এবং পাওয়ার ইভ্যাকুয়েশনের জন্য প্রয়োজনীয় ট্রান্সমিশন লাইন, সাব-স্টেশন  নির্মাণসহ সংশ্লিষ্ট যাবতীয় ব্যয় নির্বাহ করবে। নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০০৮ অনুযায়ী সরকারের ঘোষিত ল্যমাত্রা অর্জনে এ প্রকল্প সহায়ক হবে।
 রাইজিং বিডি

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া