adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সমালোচনা আর তিরস্কারে চাপা পড়ছে পুরস্কার

pm---_97570ডয়চে ভেলে: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘দ্য গার্ডিয়ান' পত্রিকাকে দেয়া সাাতকার নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সমালোচকরা সামাজিক যোগাযোগের মাধ্যমেগুলিতেই বেশি সরব। শেখ হাসিনার পুরস্কার সেখানে ঢেকে যাচ্ছে তিরস্কারে।

ব্রিটেনের ‘দ্য গার্ডিয়ান' সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার মূল্যায়নধর্মী একটি প্রতিবেদন প্রকাশ করে৷ তাই প্রতিবেদনে শেখ হাসিনার পাশাপাশি অন্যদের বক্তব্যও স্থান পেয়েছে৷

সাাতকারে বিরোধী দলের ওপর নিপীড়ন-নির্যাতন, সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ এবং ব্যাপক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও নাকচ করে দাবি করেন, ‘‘জনগণ চায়, তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হোক৷ আমি তাদের সেই চাহিদা পূরণেই কাজ করছি৷ খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সেবা, শিা ও চাকরির ব্যবস্থা করছি৷''

তবে শেখ হাসিনা সম্পর্কে নিজেদের বিশ্লেষণে ভিন্ন কথা বলেছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির চেয়ারম্যান আতাউর রহমান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এবং নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা৷ মাহফুজ আনাম দেশে অর্থনৈতিক উন্নয়নের চাকা সচল রাখার জন্য শেখ হাসিনার প্রশংসা করেছেন৷ সাম্প্রতিক জরিপে যে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে তা-ও অস্বীকার করেননি৷ তবে শেখ হাসিনার সরকারের সমালোচনা করে মাহফুজ আনাম বলেছেন, ‘‘গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে না৷ সরকার রাজনৈতিক প্রতিপকে ঘায়েল করে এখন গণমাধ্যমের সমালোচনাও বন্ধ করতে চাইছে৷''

আতাউর রহমান গার্ডিয়ানকে বলেছেন, ‘‘বাংলাদেশে কর্তৃত্বমূলক শাসন এখন এক ব্যক্তির শাসনের দিকে যাচ্ছে৷ এর ফল হিসেবে গণতন্ত্র এখন খাদের কিনারায়৷''

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানও বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যত সম্পর্কে শঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘‘এভাবে চলতে থাকলে দেশে চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে৷''

তবে ঢাকায় কর্মরত জাতিসংঘের কর্মকর্তা রবার্ট ওয়াটকিনস সে আশঙ্কা নাকচ করে দিয়ে বলেছেন, ‘‘যতদিন অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত থাকবে, জনগণ কাজ পাবে, সরকার অন্ন দিতে পারবে – ততদিন জনগণ হয়ত গণতন্ত্র নিয়ে তেমন উদ্বিগ্ন হবে না৷''

বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্দিষ্ট হয়েছে ২০১৪ সালের জানুয়ারিতে৷ তবে মুখ্য বিরোধী দল বিএনপি এখনো নির্বাচনে অংশ নিতে রাজি নয়৷ তারা চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, শাসক আওয়ামী লীগের কাছে যা সংবিধান লঙ্ঘনের সমান৷

ডয়চে ভেলের ফেসবুক পাতায় গার্ডিয়ানকে দেয়া শেখ হাসিনার বক্তব্য সম্পর্কে মন্তব্য চাওয়া হয়েছিল৷ সেখানে অধিকাংশ পাঠক নেতিবাচক মন্তব্যই করেছেন৷ আমিনুল হক সম্প্রতি টাঙ্গাইলে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনার দিকে ইঙ্গিত করেই হয়তে জানতে চেয়েছেন, ‘‘রাস্তায় গুলি করে সাধারণ মানুষকে মারছেন, সেটাও কি সেবার মধ্যে পড়ে?''

মোহাম্মদ সোহেল রানা প্রধানমন্ত্রীকে পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের বিধান অনুযায়ী জীবন এবং দেশ পরিচালনার পরামর্শ দিয়েছেন৷ আনিক হাসান মনে করেন, শেখ হাসিনাকে জনগণ, ‘‘সেবিকা হিসাবে চায় না, তবু তিনি সেবার নামে জনগণকে কষ্ট দিচ্ছেন৷''

অমিত কুমার সম্ভবত সব রাজনীতিবিদের প্রতিই আস্থা হারিয়ে ফেলেছেন৷ তাই তাঁর মতে, ‘‘বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই মানুষের কথা ভাবেনা; নিজের দলের এবং নিজেদের স্বার্থের জন্যে করে৷ আম জনতার কথা কেউ ভাবে না৷''

আগামী ২৫ শে সেপ্টেম্বর বাংলাদেশে ঈদ উল-আজহা৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দেশের বাইরেই থাকছেন এই ঈদে৷ খালেদা জিয়া এখন লন্ডনে৷ জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে ২৩শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শেখ হাসিনা৷ ১ অক্টোবর পর্যন্ত নিউ ইয়র্কে থাকবেন তিনি৷ ৮ দিনের এ সফর চলার সময় পরিবেশ নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অফ দি আর্থ' এবং তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) পদক গ্রহণ করবেন তিনি৷ অথচ এ সব খবর সেভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে আসছে না৷

সমালোচনা এবং তিরস্কারের নীচে পড়ে আছে শেখ হাসিনার দু-দুটি আন্তর্জাতিক স্বীকৃতির খবর৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া