adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘এই দেশে মাছি মারার চেয়ে মানুষ মারা সহজ’

esrshad_84373নিজস্ব প্রতিবেদক : দেশে সুশাসন নেই উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘বর্তমানে দেশে মাছি মারার চেয়েও মানুষ মারা সহজ। দেশে সুশাসন না থাকার কারণেই এমনটি হয়েছে।’ মঙ্গলবার রংপুর পল্লীনিবাসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘মেডিকেলের প্রশ্ন কারা ফাঁস করেছে সরকার তা জানে। কিন্তু সরকার বলেছে পরীক্ষা ঠিকঠাক হয়েছে। তাই আন্দোলন করে কোনো লাভ হবে না। প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে অপরাধীরা চিকিৎসক হলে জনগণের ভোগান্তি বাড়বে। বিনা চিকিৎসায় তাদের হাতে মানুষ মরবে।’
টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় এরশাদ বলেন, ‘কালিহাতীতে যাদের মারা হয়েছে ওদের কি অপরাধ ছিল। ওরা তো পেট্রল বোমা মারেনি, গাড়িতে হামলাও করেনি। ওরা মাকে অপমানের প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছে। সেটাই ওদের অপরাধ। ওদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো। এখন কিছুই করার নেই। যেভাবে দেশ চলছে, সেভাবেই আমাদের মেনে নিতে হবে। আমাদের কিছুই করার নেই, কিছু বলারও নেই। কারণ এদেশে আইনের শাসন নেই।’
এ সময় উপস্থিত ছিলেন- সাবেক বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর আহ্বায়ক মোস্তাফিজার রহমান, জেলা সদস্য সচিব সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া