adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে সিরিজ হারল মুমিনুলরা

bangladesh pixশামীম হোসেন : টপ অর্ডারদের ব্যর্থতায় সিরিজ জেতা হল না বাংলাদেশ ‘এ’ দলের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারত ‘এ’ দলের কাছে বৃষ্টি আইন ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭৫ রানের হার মানে মুমিনুল-নাসিররা। এর ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। 
রোববার ব্যাঙ্গালুরের চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ভারত ৬ উইকেটে ২৯৭ রান সংগ্রহ করে। এরপর শুরু হয় বৃষ্টি। এতে বাংলাদেশের নতুন লক্ষ্য নির্ধারিত হয় ৪৬ ওভারে ২৯০ রান। বড় টার্গেট তাড়া করতে নেমে প্রথমেই উইকেট হারিয়ে বসে সফরকারীরা। মাত্র ২৪ রানে সাজঘরে ফেরেন প্রথমসারির তিন ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে ৪৪ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন লিটন দাস ও অধিনায়ক মুমিনুল হক। কিন্তু ১৬ ও ২০তম ওভারে দুজনকেই সাজঘরে ফেরান কুলদীপ যাদক। মুমিনুল হক ৩৭ এবং লিটন কুমার দাস ২১ রানে আউট হন। সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের নায়ক নাসির হোসেনও এ দিন জ্বলে উঠতে পারেননি। তিনি আউট হন ২২ রানে। ৩২ ওভারে ৬ উইকেটে সফরকারীদের সংগ্রহ যখন ১৪১ রান তখন আবারও বাগড়া দেয় বৃষ্টি। এতে খেলা চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় বৃষ্টি আইনে ৭৫ রানে হেরে মাঠ ছাড়ে মুমিনুলরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান। ভারতের পক্ষে শ্রীনাথ অরবিন্দ এবং কুলদ্বীপ যাদব দুটি করে এবং ধাওয়াল কুলকার্নি ও কর্ন শর্মা একটি করে উইকেট তুলে নেন।

ভারতের পক্ষে সুরেশ রায়নার সর্বোচ্চ ১০৪ রান করেন। এ ছাড়া স্বাগতিকদের হয়ে স্যানজু স্যামসন ৯০ ও উš§ুক্ত চাঁদ ৪১ রান করেন। বাংলাদেশের পক্ষে শফিউল ইসলাম ২টি এবং আল-আমিন, নাসির হোসেন, রুবেল হোসেন ও আরাফাত সানি প্রত্যেকে একটি করে উইকেট তুলে নেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া