adv
১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রিফাত বাঁচতে চায়

12048824_429541217246015_423535009_nডেস্ক রিপোর্টঃ ময়মনসিংহ জেলার আউটার স্টেডিয়ামের বাসিন্দা এক আট বছরের ছেলের নাম সানজাম হোসেন রিফাত। তার বয়স যখন মাত্র ২ মাস তখনই তার হার্টে একটি ছিদ্র ধরা পরে। বয়স কম বলে ঐ সময় ডাক্তার অপারেশন করানো থেকে বিরত ছিলেন। বেশ কয়েকবার করেই রিফাতকে ডাক্তার দেখানো হয়েছে। কিন্তু অপারেশনের জন্যে আর্থিক সঙ্গতি না আসার কারণে এতদিন সেটা সম্ভব হয়নি। কিন্তু এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে তাকে খুব দ্রুত অপারেশন করানো প্রয়োজন। আর সেটা সম্ভব না হলে একজন মা'কে অকালেই তার সন্তান হারাতে হবে…

আপাতত অপারেশন বাবদ ১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা এবং অপারেশনের পর ঔষধ এবং আনুষঙ্গিক সকল খরচ মিলিয়ে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার মতো প্রয়োজন। ইউনাইটেড হাসপাতালের কার্ডিও সার্জন ডা: জাহাঙ্গীর কবীর  ব্যাপারটা দেখেছেন। এবং রিফাতের জন্য বেশকিছু টাকা ছাড় দিয়েছেন। এ জন্যই মূলত ইউনাইটেডে অল্প টাকাতে অপারেশনটা সম্ভব হবে। আপনারা সব সময়ই মানবিক আবেদন রক্ষা করে এসেছেন। আশা করছি এবারেও নিরাশ হতে হবে না। হারাতে হবে না কোন মা'কে তার সন্তান…

এখন পর্যন্ত রিফাতের মোট সংগ্রহ ৩৭,৩২০/- টাকা। বিস্তারিত দেখতে লিঙ্ক এখানেঃ

সাহায্য পাঠানোর ঠিকানাঃ
বিকাশ পার্সোনালঃ
+8801741648548 (ছেলের মা)
+8801956664882 (ছেলের মা)

ব্যাংকের মাধ্যমে সাহায্য করতে চাইলে
Jasmin Akter Some
A/C No: 27244
Islami Bank, Mymensingh Branch।

দেশের বাহির থেকে কেউ সাহায্য পাঠাতে চাইলে
National ID:
Jesmin Akter Sume
ID No: 6125202109917
.
বিস্তারিত জানতে
+8801741648548 (ছেলের মা)

বিশেষ দ্রষ্টব্যঃ ‘জয়পরাজয়’ কর্তৃপক্ষ  আবেদনকারীর  সাথে যোগাযোগ কিংবা কোনো রকম আর্থিক লেনদেনের দায়িত্ব নেবে না। দাতা নিজেই আবেদনকারী প্রদত্ত তথ্যের  সত্যতা  যাচাই করে আর্থিক লেনদেনসহ সব রকমের সাহায্যে এগিয়ে আসবেন। সম্পাদক

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া