adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ি যাবো টিকিট চাই – স্টেশনে উপচেপড়া ভীড়

train_83823নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহার অগ্রিম টিকিট কাটতে কমলাপুরে আজও রয়েছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। আজ সকালের টিকিটের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা থেকে লাইন ধরতে থাকে মানুষ। আজ দেয়া হচ্ছে ২৩ সেপ্টেম্বরের টিকিট। ঈদের দুইদিন আগের টিকিটের জন্য আজ ভিড় অনেক বেশি।

বৃহস্পতিবার কমলাপুর রেলস্টেশনের সব কয়টি কাউন্টারের সামনে ছিলো ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। রাতভর স্টেশনে থাকার পর সকালে কাঙ্খিত টিকিট পেয়ে আনন্দ করতে দেখা গেছে অনেক যাত্রীকে। 

সকাল ৯টায় একযোগে ২০টি কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রয় শুরু হয়। রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনাসহ গুরুত্বপূর্ণ সব রুটের টিকিট অগ্রিম বিক্রয় চলছে।

লাইনে দাঁড়ানো ঢাকা কলেজের ছাত্র আশিকুর রহমান জানান, বৃহস্পতিবারে রাতে এসে লাইনে দাঁড়িয়েছেন তিনি। কাঙ্খিত টিকিট পাওয়ার জন্যই রাতভর লাইনে ধরে রয়েছেন তিনি। রাজশাহীর যে কোনো ট্রেনের টিকিট পেলে চলবে। বাসে খরচ বেশি। তাই ছাত্রদের কাছে ট্রেনই প্রথম পছন্দ।

সিরাজগঞ্জের যাত্রী শামসুল আলম বলেন, স্ত্রী-সন্তান নিয়ে বাসে যাতায়াত ঝুঁকিপূর্ণ। ট্রেনই ভরসা। কমলাপুর স্টেশন কর্মকর্তারা জানিয়েছেন, আজ ঈদের দুইদিন আগের টিকিট দেয়া হচ্ছে। তাই চাপ একটু বেশি। তবে কষ্ট হলেও যাত্রীরা টিকিট পাবেন বলে জানান তারা।

রেলওয়ে সূত্র জানায়, ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত টানা পাঁচ দিন টিকিট বিক্রি করা হবে। আজ ১৮ সেপ্টেম্বর বিক্রি হচ্ছে ২৩ জুলাইয়ের টিকিট। এরপর ১৯ সেপ্টেম্বর বিক্রি হবে ২৪ সেপ্টেম্বরের টিকিট।

আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে। ওই দিন বিক্রি হবে ২৭ সেপ্টেম্বরের টিকিট। এরপর ২৪, ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর বিক্রি হবে ২৮, ২৯, ৩০ সেপ্টেম্বরে ও ১ অক্টোবরের টিকিট।

এ বছর ঈদের আগে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর তিন দিন ও ঈদের পর ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সাত দিন পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চলবে। এর মধ্যে দেওয়ানগঞ্জ স্পেশাল ঢাকা-দেওয়ানগঞ্জ, চাঁদপুর স্পেশাল ১ ও ২ চট্টগ্রাম-চাঁদপুর, পার্বতীপুর স্পেশাল ঢাকা-পার্বতীপুর এবং খুলনা স্পেশাল ঢাকা-খুলনা রুটে চলাচল করবে। আর ঈদের দিন শোলাকিয়ায় যাওয়া-আসা করবে দুটি বিশেষ ট্রেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া