adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অদ্ভুত এক পাথর নিয়ে রাশিয়ায় তোলপাড়!

1442522255আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় একটি গভীর খাদ থেকে উদ্ধার করা হয়েছে অদ্ভুত এক পাথরখণ্ড। এটি দেখে অনেকেই বলছেন, এটা তো ইউএফও! কিন্তু এটি আসলে কী তা জানতে গবেষণাগারে নিয়েছেন স্থানীয় গবেষকেরা। তার আগেই এই পাথরখণ্ড নিয়ে বিভিন্ন ওয়েবসাইটে শুরু হয়েছে তোলপাড়।

এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী আছে নাকি নেই সে সমস্যার কোনো সমাধান দিতে পারেননি গবেষকেরা। তবে বৈজ্ঞানিক কল্পকাহিনি আর চলচ্চিত্রের দুনিয়ায় ভিনগ্রহবাসীদের নিয়ে নানা বিষয়ই তুলে ধরা হয়। দেখানো হয় তাদের অদ্ভুত যান। ইউএফও বা আন-আইডেন্টিফাইড ফাইং অবজেক্ট শব্দ দুটির সঙ্গে অনেকেই পরিচিত। ইউএফও হচ্ছে এমন একটি আকাশ যান যা মানুষের তৈরি নয়, সচরাচর দেখা যায় না এবং শনাক্ত করা যায়নি। অনেকেই ধারণা করেন, ভিন গ্রহের প্রাণীরা প্রায়ই আমাদের পৃথিবীতে ইউএফওতে চেপে আসে। এই ইউএফও খোঁজার জন্য অনেকেই উৎসাহী হয়ে কাজ করেন। তাঁদের বলা হয় ইউএফও শিকারি।

সম্প্রতি একদল ইউএফও শিকারি রাশিয়ার এক গভীর গর্ত থেকে এ ধরনের পাথরখণ্ড উদ্ধার করেন। গর্ত থেকে বড় ক্রেনের মাধ্যমে তোলা হয় এই পাথরখণ্ডটি। তাঁদের ধারণা, অন্তত হাজার বছরের পুরোনো এই পাথরখণ্ডটি। বুধবার চার মিটার দৈর্ঘ্যের এই পাথর খণ্ডটি উদ্ধার করা হয়। রাশিয়ান ওয়েবসাইট ব্লকনট-ভলগোগ্র্যাড এ তথ্য জানিয়েছে।

প্রথমে এটি সাধারণ পাথর বলে ধারণা করলেও ইউফোলজি ও কসমোয়স্ক নামের দুটি ইউএফও শিকারি দল একে ইউএফও বলে দাবি করে। এ দলটি ভলগোগ্র্যাডের কাছে ইউএফও খোঁজার অভিযান চালাচ্ছে।

ইউএফও সাইটিংস ডেইলির কাছে ইউএফও শিকারি স্কট ওয়ারিং দাবি করছেন, মঙ্গলে নাসার তোলা ছবির মতো দেখতে এটি। এটি সম্ভবত মিলিটারি ইউএফও ড্রোন। এটি পথভ্রষ্ট হয়ে পৃথিবীতে আছড়ে পড়েছিল। পাথর খণ্ডটিতে টাংস্টেনের মতো ধাতব পদার্থ থাকতে পারে যা মিলিটারি প্রযুক্তিতে ব্যবহৃত হয়। এটি আসলে কী তা জানতে গবেষণার ফল জানা পর্যন্ত অপো করতে হবে।-প্রথমআলো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া