adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এমপি বদি কক্সবাজার জেলার সর্বোচ্চ করদাতা

news_img (2)ডেস্ক রিপোর্ট : এবারও কক্সবাজার জেলায় সর্বোচ্চ সেরা করদাতা নির্বাচিত হয়েছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। এ পর্যন্ত পর পর ৩ বার কক্সবাজারের সর্বোচ্চ সেরা করদাতা হয়ে হ্যাটট্রিক করেছেন তিনি। 

গেল বারে দ্বিতীয় শীর্ষ অবস্থানে থাকা এমপি আবদুর রহমান বদির ভাই আবদুশ শুক্কুর এবারে তৃতীয় হিসেবে নির্বাচিত হয়েছেন। আর এবারে দ্বিতীয় অবস্থানে রয়েছেন টেকনাফের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সাইফুল করিম।

চট্রগ্রাম কর অঞ্চল-৪ কক্সবাজার সার্কেলে চলতি বছরের জন্য ওই ৩ জনকে সর্বোচ্চ সেরা করদাতা নির্বাচিত করে। কর প্রদানে উতসাহ করতেই ২০১২ সালের ৩১ ডিসেম্বর থেকে এ সেরা করদাতা নির্বাচিত করে সম্মাননা দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস উপলে বিভিন্ন সময়ে চতুর্থবারের মতো সারাদেশের ন্যায় কক্সবাজারের এই ৩ জনকে সম্মাননা দেয়া হবে। 

চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর একটি নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে। 
সূত্র জানায়, কক্সবাজারের টেকনাফ স্থল বন্দর কেন্দ্রিক সিঅ্যান্ডএফ ব্যবসাকে কেন্দ্র করে সর্বোচ্চ আয়কর দেয়া ব্যক্তিরা বার বার নির্বাচিত হচ্ছেন। এর মধ্যে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি পর পর ৩ বার সর্বোচ্চ সেরা করদাতা নির্বাচিত হয়ে হ্যাটট্ট্রিক করেছেন। একই সাথে এমপি বদির ভাই আবদুশ শুক্কুর ৩ বার এবং সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সাইফুল করিম ২ বার নির্বাচিত হয়েছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে চট্রগ্রাম কর অঞ্চল-৪ এর কক্সবাজার সার্কেলের অতিরিক্ত সহকারী কর কমিশনার জহিরুল হক বলেন, ‘এ বিষয়ে এখনো কোন চূড়ান্ত খবর আমার হাতে আসেনি। তবে চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর কার্যালয় এ বিষয়ে বলতে পারবেন।’

এ ব্যাপারে জানতে চাইলে এমপি বদি বলেন, বৈধ ব্যবসার মাধ্যমে তিনি পরপর ৪ বার শীর্ষ করদাতা নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসাসহ নানা অপপ্রচার চালানো হয়েছিলো তা মিথ্যা প্রমাণিত হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া