কখনোই কোনো হাতখরচ পেতেন না দীপিকা
বিনোদন ডেস্ক : পারিশ্রমিকের নিরিখে নিঃসন্দেহে বলিউডের প্রথেম সারির নায়িকা দীপিকা পাড়ুকোন। কিন্তু বিনিয়োগের ব্যাপারে তিনি কিছুই জানেন না।
এত অর্থ আয় করছেন অথচ ভবিষ্যতের জন্য কিছুই জমাচ্ছেন না, তাও আবার হয় নাকি? জমছে তো বটেই। তবে দীপিকার হয়ে সে দায়িত্ব সামলাচ্ছেন তাঁর বাবা প্রকাশ পাড়ুকোন।
দীপিকার কথায়, ‘‘অর্থের ব্যাপারে আমি কোনও দিনই তেমন গোছানো নই। এখনও রোজগারের পুরো অর্থই আমি বাবার হাতে তুলে দিই। বাবাই পরিকল্পনা করেন কোথায় কত রাখবেন, কিন্তু টাকা-পয়সার ব্যাপারে বলিউডের ‘পিকু’র এত গা ছাড়া মনোভাব কেন? এর উত্তর দীপিকা বলেন, “কোনওদিনই ‘পকেটমানি’পাইনি। যখন যা প্রয়োজন কিনে দিতেন বাবাই। তাই গুছিয়ে জমা-খরচের হিসাব শেখা হয়ে ওঠেনি।”
এখন পুরোদস্তুর পেশাদার হয়েও সে অভ্যেস ছাড়েননি তিনি। তাই এখনও বাবার ওপরই ভরসা। একটি বেসরকারি ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ‘পিকু’ নিজের অর্থের হিসাব রাখেন না। তাই অনেকেই মজা করে বলেন, দীপিকার ব্যাংকের নাম “প্রকাশ পাড়ুকোন”!