adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লন্ডনে মেয়র প্রার্থী হলেন বাস চালকের ছেলে

1442040888Sadiq-Khan_mtnews24আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনের মেয়র পদে লেবার পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন সাবেক শ্যাডো বিচারমন্ত্রী সাদিক খান। পাকিস্তানি বংশোদ্ভূত এই মুসলিম পিতা ছিলেন একজন বাস চালক।

সাদিক খান লেবার পার্টির প্রভাবশালী পাঁচ প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোটে পরাজিত করে দলের হয়ে মনোনয়ন পান। পরাজিতদের মধ্যে সাবেক অলিম্পিকস মন্ত্রী টেসা জাওয়েলও রয়েছেন।

শুক্রবার লন্ডনের রয়েল ফেস্টিভ্যাল হলে লেবার পার্টির প্রার্থী বাছাইয়ের পঞ্চম দফা ভোটে প্রায় ৫৯ শতাংশের সমর্থন পান সাদিক খান। তিনি মোট ৪৮,১৫২ ভোট পান। পাঁচ প্রার্থীর মধ্যে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মন্ত্রী টেসা জাওয়েল ৪১.১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

মেয়র প্রার্থী নির্বাচিত হওয়ার পর সাদিক খান বলেন, লন্ডনের এতো অধিবাসী আমার উপর আস্থা রাখায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা সবাই মিলে লন্ডনকে পরিবর্তন করতে পারি।

সাদিক খান বর্তমানে লেবার পার্টি থেকে টুটিংয়ের এমপি। ২০১৬ সালের মে মাসে ভোটে লড়াই করবেন তিনি।

কনজারভেটিভ পার্টির বর্তমান মেয়র বরিস জনসন আগামী নির্বাচনে অংশ না নেয়ার কথা জানিয়েছেন। এ মাসের শেষের দিকে কনজারভেটিভ পার্টির প্রার্থী ঘোষণার কথা রয়েছে। দলটির প্রার্থিতার দৌঁড়ে জাক গোল্ডস্মিথ ও সৈয়দ কামাল এগিয়ে আছেন। সূত্র: ইভিনিং স্ট্যান্ডার্ড, ব্রিটিশ লেবার পার্টির ফেইসবুক পেইজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া