adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপিও হিংসাত্মক রাজনীতির অবসান চায়

ripon1441952775নিজস্ব প্রতিবেদক : বিভাজনের রাজনীতি থেকে সরে এসে জাতীয় ঐক্য গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোকে ‘হিংসাত্মক রাজনীতির’ চর্চা থেকে সরে আসতে হবে বলে মনে করে বিএনপি।
 
দলটি বলছে, একদিকে বিভাজনের রাজনীতির অবসান চাওয়া, অন্যদিকে পারস্পরিক বিদ্বেষমুলক বক্তব্য জাতীয় ঐক্য গড়ার পথে অন্তরায়। ঐক্যের রাজনীতির সূচনা করতে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হওয়া প্রয়োজন বলে মনে করে বিএনপি।
 
‘বিভাজন নয়, ঐক্যের রাজনীতি প্রয়োজন’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জমান রিপন।
 
সৈয়দ আশরাফের বক্তব্যকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘শুরু থেকেই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বিএনপির অবস্থান। বিভাজনের রাজনীতি থেকে জাতীয় ঐক্যের রাজনীতির ল্েযই ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিলো। সরকারি বা বিরোধী দলের থাকা অবস্থায় বিএনপির এই প্রচেষ্টা ছিলো’
 
বিভাজনের রাজনীতি বাংলাদেশের গণতন্ত্রকে ভীষনভাবে তিগ্রস্ত করেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘হিসংসাত্মক রাজনীতির যে বীজ রোপিত হয়েছিলো, এখন তা মহীরূহতে পরিণত হয়েছে। এটিকে উৎপাটন করতে পারছি না। যতই মাঝে মাঝে বিভাজন অবসানের কথা বলা হয় বা জাতীয় ঐক্যের কথা বলা হয়, তা খুব বেশি কার্যকর হয় না। দীর্ঘদিন এই বিভাজনের রাজনীতি আমাদের সমাজ, রাষ্ট্র ও রাজনীতিকে ভীষনভাবে কলুষিত করেছে।’
 
আওয়ামী লীগের প্রতি অভিযোগ করে রিপন বলেন, ‘স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সম্পর্কে শাসকদলের প থেকে কটুক্তি করা হয়। ১৫ আগস্ট সম্পর্কে বিএনপিকে জড়িয়ে নানা কথাবার্তা বলা হয়। ২১ আগস্ট একটি মর্মান্তিক ঘটনার জন্য বিএনপি চেয়ারপারসন, তারেক রহমানের কথা বলা হয়।’
 
তিনি বলেন, একটি সরকার খুব ভালো করে বোঝে, সেই সরকারের সময়ে কোনো ঘটনা ঘটলে তার দায় সরকারের ওপর বর্তায়। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, নিজের পায়ে কেউ কখনো কুড়াল মারে না। ওই সময়ে বিএনপির সরকারের স্ট্যাবিলিটি ছিলো। সেই স্ট্যাবিলিটি নষ্ট করার জন্য ষড়যন্ত্রকারীমহল ২১ আগস্টে ওই ঘটনা ঘটিয়ে বিএনপির সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিলো। তখন ওই ঘটনার তদন্ত হচ্ছিল। কিন্তু এখন তদন্তের মোড় ঘুরিয়ে নিয়ে বিএনপির কাঁধে চাপানোর চেষ্টা চলছে।’
 
২১ আগস্ট ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে আসাদুজ্জামান রিপন বলেন, ‘এজন্য যারা দায়ী বিএনপি চায় তাদের বিচারের আওতায় আনা হোক।’
 
রিপন বলেন, ‘হিংসাত্মক রাজনীতির ভাবনা থেকে বর্তমান শাসকদল বিএনপির সাংগঠনিক অবস্থাকে দুর্বল করার জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। নানা মামলা দিয়ে বিএনপিকে তিগ্রস্ত করার চেষ্টা করছে। এগুলো করে বিভাজনের রাজনীতির অবসান করা যাবে না।’
 
তিনি বলেন, ‘বিএনপি ১৫ আগস্টের ঘটনার নিন্দা করে দায়ীদের বিচার দাবি করে। যথাযথ প্রক্রিয়ায় যুদ্ধাপরাধীদের বিচার এবং ২১ আগস্ট হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার ব্যাপারে ভিন্নমত নেই। এইসকল বিষয়ে যখন বিএনপির অবস্থান অত্যন্ত স্পষ্ট, সেখানে বিএনপির নেতত্বের বিরুদ্ধে কথা বলে, প্রকৃতপে মতাসীনরা ২১ আগস্টের বিচার চায় কী না বা তা জিইয়ে রেখে রাজনৈতিক ফায়দা লুটতে চায় কী না- তা নিয়ে সন্দেহ আছে।’
 
একদিকে বিভাজনের রাজনীতির অবসান ও ঐক্যের রাজনীতি চাওয়া, অন্যদিকে হিংসা ও বিদ্বেষমুলক কথাবার্তা বললে বিভাজন দুর হবে না বলে মন্তব্য করেন তিনি।
 
মতাসীনদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই ধরনের হিংসাত্মক কথা না বলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করারা েেত্র কি কি পদপে নেওয়া যেতে পারে, নির্বাচন কমিশনকে কিভাবে শক্তিশালী করা যেতে পারে এবং সর্বোপরি একটি অবাধ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে – সে জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হওয়া উচিত।’
 
বিএনপির এই নেতা বলেন, ‘ঐক্যের রাজনীতিতে বঙ্গবন্ধু তার মর্যাদা পাবে। স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমান জাতীর কাছে যেভাবে সমাদৃত হয়েছেন সেই স্বীকৃত দিতে হবে। দুই নেত্রীর প্রতি ঘৃনামুলক বক্তব্য বন্ধ করতে হবে। এতে জাতীয় ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠিত হবে।’
 
জিএসপি সুবিধা বাতিলের জন্য বিএনপির নেত্রী খালেদা জিয়া এবং ড. মুহাম্মদ ইউনুসকে দায়ী করে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে রিপন বলেন, ‘বিএনপি এই অভিযোগের নিন্দা করে। আমরা মনে করি, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কোনো সারমর্ম নেই। বিএনপি নেত্রীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা অনভিপ্রেত, উদ্দেশ্যমুলক এবং রাজনৈতিক ভাবমুর্তি বিনষ্ট করার প্রপাগান্ডা ছাড়া আর কিছুই নয়।’
 
এর আগে বিএনপি চেয়ারপারসনের ৮ম কারামুক্তি দিবসের কর্মসূচি উপলে এক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন রিপন। এতে শনিবার বেলা ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে খালেদা জিয়ার কারামুক্তি দিবসের আলোচনা সভা সফল করার বিষয়ে নিজেদের প্রস্তুতি গ্রহণ করে বিএনপি।
 
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফা, জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান, ওলামা দলের সভাপতি এম এ মালেক, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া