adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংসদদের সততার সঙ্গে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর

pm 23_82898নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার দশম সংসদের সপ্তম অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ সদস্যদের আরও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘সততা ও নিষ্ঠার সাথে কাজ করবেন। আমি বিশ্ব ব্যাংক নিয়ে কথা বলতে পারি, আমি যুদ্ধাপরাধীদের নিয়ে অনেকের সঙ্গে কথা বলতে পারি। কারণ আমি যা করি সততার সাথে করি। আস্থা ও বিশ্বাস একজন রাজনীতিবিদের বড় শক্তি।’
‘হাতে সময় আছে তিন বছর তিন মাস। তিন মাস নির্বাচনের প্রস্তুতিতে চলে যাবে। কাজের সময় তিন বছর। উন্নয়ন কাজ যেন দ্রুত হয়।’
উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে, সেজন্য সংসদ সদস্যসহ সব পর্যায়ের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আজকে যে সম্মান বাংলাদেশের জনগণ পাচ্ছে তা আর্থ-সামাজিক উন্নয়ন ও সন্ত্রাস দমনের জন্য।’
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসন্ন ঈদুল আযহার আগেই দেশ ছাড়বেন বলে সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে বিরোধী দলীয় নেতা তার বক্তব্যে বলেন, ‘আমাদেরকে অনেকে বলেন যে, আমরা বিরোধী দল না। তারা বিরোধী দলের ভূমিকা দেখে নাই বলে একথা বলছে। কারণ, বিরোধী দল হল- ছায়া সরকার।’
শেখ হাসিনা তার বক্তব্যে বিরোধী দল ও বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনারা নিয়মিত সংসদে এসেছেন।’
বিল পাসের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের বিষয়গুলো তুলে ধরে তিনি বলেন, ‘এই যে অংশগ্রহণ করা- এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে গালাগালি পছন্দ করেন। গালাগালি না শুনলে ভালো লাগে না। ভালো পরিবেশ ফিরে এসেছে, ওটা অনেকের ভালো লাগে না।’
বাংলাদেশের গণতন্ত্র ‘অনেক কষ্টে অর্জিত’- মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘এখন আর বাংলাদেশ পরমুখাপেী না। এই যে বিশ্বাস-আস্থা পেয়েছি। এটা জনগণের দান। আমরা দেশকে এগিয়ে নিতে সম হব।’
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে শেখ হাসিনা বলেন, ‘এতো ব্যাপক হারে বেতন বৃদ্ধি, ১০১ ভাগ বেতন বৃদ্ধি অন্য কোনো সরকার দিতে পারে নাই। আমরা পেরেছি।’


‘তাহলে কি বেতন কমিশন বন্ধ করে দেওয়া হোক? বা বেতন অর্ধেকে নামিয়ে আনা হোক,’ বেতন বৃদ্ধির সমালোচনাকারীদের উদ্দেশে প্রশ্ন রাখেন তিনি।
বন্যা প্রসঙ্গে রওশন এরশাদের বক্তব্যের জবাবে শেখ হাসিনা বলেন, ‘বন্যা-অতিবৃষ্টিতে তিগ্রস্তদের প্রত্যেককে ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। আশ্রয়কেন্দ্রে আনার ব্যবস্থা করা হয়েছে। যাদের তে নষ্ট হয়েছে পানি শুকানোর পর তাদের বীজসহ যা যা লাগবে তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’
শেখ হাসিনা বলেন, ‘নারী নির্যাতন ও শিশু নির্যাতন নিয়ে আমাদের বিরোধী দলীয় নেতা বলেছেন। এটা ঠিক যে আমাদের দেশে যৌতুক নিয়ে মেয়েদের ওপর নির্যাতন হয়। সমাজে জনসচেতনা তৈরি করতে হবে। কেউ যদি এটা করে তাকে সাথে সাথে আইনের আওতায় আনা হচ্ছে।’
শিশু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পে মত প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা গ্রহণযোগ্য নয়।’
রাজধানীতে জলাবদ্ধতা নিরসনে সরকারের নেওয়া পদপে তুলে ধরে তিনি বলেন, ‘বন্যার পানির হিসাব করেই গুলশান লেক করা হয়েছিল। কিন্তু সব সরকার এসে তাদের লোকদের সেখানে জায়গা দিয়েছে।’
খীলতে উড়াল সেতুর দুদিকে লেক করতে জমি অধিগ্রহণের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘ভূমিখেকোদের কী হাত! তাদের অনেক টাকা। যতই টাকা লাগুক, বিমানবন্দর সড়ক রায় ওই জলাধার করা হবে।’
এরশাদের শাসনামলে পান্থপথের খাল বন্ধ করে বক্স কালভার্ট করে সেখানে রাস্তা তৈরির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘শক্তি থাকলে বক্স কালভার্ট ভেঙে খাল পুনরুদ্ধার করতাম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া