adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ৪০ দোকান ভষ্মীভূত, নিহত ১

Fire1441817646ডেস্ক রিপোর্ট : নরসিংদীর শেখেরচর-বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০টি দোকান ভষ্মীভূত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়।
 
এতে আক্কাছ আলী নামের এক ব্যক্তি দগ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন ১০ জন। তবে অপর একটি সূত্র জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে দোকান মালিক আক্কাছ মিয়া হার্টঅ্যাটাকে মারা গেছেন।
 
ভষ্মীভূত দোকানগুলোতে প্রচুর কাপড় ছিল। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকার কাপড় ও মালামাল পুড়ে গেছে।
 
জানা গেছে, ঈদুল আজহাকে সামনে রেখে শেখেরচর-বাবুরহাটে এখন পাইকারি কাপড় বেচাকেনা চলছে। ব্যবসায়ীরা হাটবারে বেচাকেনার জন্য প্রচুর কাপড় আমদানি করেছেন। বুধবার মার্কেট বন্ধ থাকায় অধিকাংশ মালিক-কর্মচারীই দোকানে ছিলেন না। রাত ৮টায় একটি থ্রি-পিছের দোকানে আগুনের সূত্রপাত ঘটে।
 প্রথমে একটি দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এরপর কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। বাজারে উপস্থিত লোকজন চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি।
 
পরে নরসিংদী, মাধবদী, ঘোড়াশাল ও ভৈরব থেকে দমকল বাহিনীর চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ততণে ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া