adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৫ আগস্ট কারো জম্মদিন হতেই পারে : শেখ হাসিনা

2015_07_08_06_20_21_vHC9hb4ObCVFRrznian0ZGA5KLdzkg_originalনিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট যে কারো জম্মদিন  হতেই পারে কিন্তু কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই দিন মিথ্যা জম্মদিন  উদযাপন করলে তা বিকৃত মানসিকতারই প্রকাশ বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিথ্যা জš§দিন উদযাপনের ঘটনায় ধিক্কার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘১৫ আগস্ট কারো জম্মদিন  হতেই পারে, এদিন জম্মদিন হবে না সেটা তো না। কিন্তু যার জম্মদিন  না, সে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে মিথ্যা জম্মদিন  ঘোষণা দিয়ে, যত বয়স তত বড় কেক কেটে উৎসবে পরিণত করে বঙ্গবন্ধুর খুনিদের উৎসাহিত করা, হত্যাকে স্বীকৃত দেয়ার মতো বিকৃত মানিসকতা দেখছি। এখনো এটা হচ্ছে। তবে সময়ের বিবর্তনে এসব মুছে যাবে।’

তিনি আরো বলেন, ‘মিথ্যা জম্মদিনের বিষয়ে দেশের মানুষ আজ বুঝতে পেরেছে। এই ধরনের ঘটনাকে সাধারণ ধিক্কার দিচ্ছে।’

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আব্দুল মতিন খসরু, উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও মো. রুস্তম আলী ফরাজীর সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যক্তিকে হত্যা করা যায় আদর্শকে হত্যা করা যায় না। জাতির পিতাকে শুধু হত্যা নয়, হত্যা করে তার নাম মুছে ফেলে ইতিহাস বিকৃত করে মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। এক সময় ছিল ১৫ আগস্ট কোনো প্রোগ্রামই করতে পারতাম না। একসময় জাতির পিতার নাম  ছবি সবই নিষিদ্ধ ছিল, কিন্তু সত্যকে কেউ নির্বাসিত করতে পারেনি, সত্যটা উদ্ভাসিত হবেই, হয়েছে।’

প্রধানমন্ত্রী নিজের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘আমার জীবনে এই অভিজ্ঞতা আছে যখন বাংলাদেশের পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর নাম ছিল না, তখন কিন্তু পৃথিবীর অন্যদেশে বাংলাদেশের ইতিহাস পাঠ করা হলেই বঙ্গবন্ধুর নাম থাকতো, ছিল। তবে ভবিষতে সেই দুর্দিন আর আসবে না, দেশের মানুষ শোষিত হবে, নির্যাতিত হবে। সেই দিন আর আসবে না। সংবিধানে বঙ্গবন্ধুর নাম আছে তাই নতুন করে আর আইন করা লাগবে না।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া