adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আবারও কমলো স্বর্ণের দাম

gold_82562নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে দাম কমার পরিপ্রেেিত দেশে সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা কমেছে।
মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন মূল্য বুধবার থেকে কার্যকর হবে।
এর আগে তিন দফা কমার পর গত ২৩ আগস্ট বেড়েছিল সোনার দাম। তবে এ দাম বৃদ্ধির বিষয়টি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। এটা ব্যবসায়ীদের অতি মুনাফার সুযোগ সৃষ্টি করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। পরে আত্মপ সমর্থন করে এ বিষয়ে প্রতিবাদও জানিয়েছে বাজুস।
চলতি বছর এর আগে গত ৬ আগস্ট, ২৩ জুলাই ও ১১ মার্চ সোনার দাম কমানো হয়েছিল।

পুনর্র্নিধারিত দাম অনুযায়ী বুধবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ এক হাজার ৫৯ টাকা কমে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪২ হাজার ২২৪ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ এক হাজার ৫০ টাকা কমে ভরিপ্রতি ৪১ হাজার ১৭৪ টাকার বদলে ৪০ হাজার ১২৪ টাকায় বিক্রি হবে। ১৮ ক্যারেটের স্বর্ণের নতুন দাম হবে ভরি প্রতি ৩৩ হাজার ৪৭৬ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫২৫ টাকা কমে ২২হাজার ৫৭০ টাকায় বিক্রি হবে।
প্রচলিত মানদণ্ড অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।
পুরনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয় সনাতন পদ্ধতির সোনা। এেেত্র কত শতাংশ বিশুদ্ধ সোনা পাওয়া যাবে সে বিষয়ে কোনো মানদণ্ড নেই।
আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার সোনার দাম ছিল প্রতি আউন্স এক হাজার ১২০ ডলার। দাম বাড়ানোর সময় গত ২২ আগস্ট এ দাম ছিল এক হাজার ১৫৯ ডলার। এক আউন্স সোনা ৩১ দশমিক ১০৩ গ্রামের সমান।
স্বর্ণের পাশাপাশি বুধবার থেকে রুপার (ক্যাডমিয়াম) দামও কমবে। প্রতি ভরিতে ৫৮ টাকা কমে তা বিক্রি হবে ৯৩৩ টাকায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া