adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হ্যাপীকে মারতেন শাহাদাত নিজেই – ভাত দিতেন না স্ত্রী

news_imgনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের কালশী এলাকায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মাহফুজা আক্তার হ্যাপী (১১) নামে এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ মামলা করেছেন সাংবাদিক খন্দকার মোজ্জাম্মেল হক। এই মামলায় শাহাদাত এবং তার স্ত্রী ২ জনকে ধরতে পুলিশের অভিযান চলছে।

শাহাদাতের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ এবারই প্রথম নয়। এর আগেও এই গৃহকর্মীকেই নির্যাতনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বিষয়টি থানা পর্যন্তও গড়িয়েছিল। এক সংবাদমাধ্যমে এমনটি বলছেন রাজধানীর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাদন ফকির।

তিনি বলেন, ‘তিন থেকে চার মাস আগে শাহাদাত হোসেনের বাসায় শিশুকর্মী নির্যাতনের খবর পাই আমরা। সেই সংবাদের ভিত্তিতে ওই বাসায় থাকা গৃহকর্মী হ্যাপিকে পল্লবী থানায় নিয়ে আসা হয়। শিশুটি জানায়, সেখানে তাকে ভাত খেতে দেয়া হতো না এবং বিভিন্ন রকম নির্যাতন চালানো হতো পরে শিশুটির অভিভাবক হিসেবে তার মামাকে খবর দেয়া হয়। তিনি এলে আমরা তাকে বলি, আপনি অভিযোগ করবেন কি না? আপনি অভিযোগ করলে আমরা ঘটনা তদন্ত করে দেখব। কিন্তু তিনি কোনো অভিযোগ দায়ের করবেন না বলে জানান এবং মেয়েটিকে নিজের জিম্মায় নিয়ে চলে যান। বলে যান যে, ওই বাসায় আর কাজে পাঠাবেন না। কিন্তু পরে কেন আবার মেয়েটিকে ওই বাসায় কাজে পাঠানো হলো, সেটা বলতে পারব না।’

এর আগে গত রোববার শরীরে ও চোখে আঘাতের চিহ্নসহ ১১ বছর বয়সী হ্যাপিকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। শিশুটির অভিযোগ, সে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় গৃহকর্মী ছিল। শাহাদাত ও তার পরিবারের লোকজন তার ওপর নির্যাতন করেছে।

মিরপুর থানার ওসি সংবাদমাধ্যমে বলেন, ‘পল্লবীর সাংবাদিক কলোনি এলাকায় ওই গৃহপরিচারিকাকে পাওয়ার পর সাংবাদিক খন্দকার মোজ্জাম্মেল হক প্রথমে পল্লবী থানায় নিয়ে যান। সেখান থেকে তাকে মিরপুর থানায় আনা হলে তাকে ঢাকা মেডিকেলের ওসিসিতে পাঠিয়ে দেয়া হয়।’

সাংবাদিক মোজাম্মেল হক বাদী হয়েই মামলাটি করেন। মামলায় তিনি বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে ওই কিশোরীকে শরীরের অধিকাংশ স্থানে নীল ফোলা জখম, ডান পায়ে গরম খুনতির দাগ থাকা অবস্থায় দেখতে পান তিনি। এরপর তাকে থানায় নিয়ে যান। নির্যাতন থেকে বাঁচতে জামালপুরের এই কিশোরী সকালে শাহাদাতের ঘর থেকে বেরিয়ে আসে বলে মামলায় বলা হয়েছে।’

হ্যাপী বলেন, ‘একটা দুইটা কাজে ভুল হলে হ্যাঙ্গার ও লাঠি দিয়ে পেটাতো শাহাদাত ভাইয়া ও তার স্ত্রী নিত্য আপু। শনিবার (৫ সেপ্টেম্বর) বাচ্চার সুজি জাল দিয়ে ফ্রিজে রেখে দেওয়ার পর বের করলে হলুদ হলুদ দেখায়। সেটা দেখে শাহাদাত ভাইয়া আমার পেটে লাত্থি দিয়ে বলে তুই সুজিতে হলুদ-মরিচ দিছিস? মারের ভয়ে আমি বলি দিছি। এরপর আমাকে আরও মারধর করে। নিত্য আপু বলতে থাকে বেত নিয়ে আসবা। বেত দিয়ে পেটাতে হবে। এরপর আমি বাসা থেকে পালাই। গত দুদিন যাবত একজন ছুটা বুয়া রাখছে। সেই বুয়া ঘরে ঢোকার সময় দরজা খোলা পেয়ে আমি পালিয়ে আসি।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া