adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জামায়াতের সাবেক ২ এমপিসহ ১৩ জন ৩ দিনের রিমান্ডে

2015_09_08_17_00_00_gC66pOeQ82WzcyZqBTjhL7d8K6Bsyi_originalনিজস্ব প্রতিবেদক : জায়ামাতে ইসলামীর সাবেক দুই সাংসদসহ ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ। বিস্ফোরক আইনের একটি মামলায় মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান শিশির শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন ডিবি পুলিশের ইন্সপেক্টর মোহাম্মাদ হাফিজুর রহমান এ আসামিদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ডকৃতরা হলেন- জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী-২ আসনের সাবেক সাংসদ মজিবুর রহমান, খুলনা-৫ আসনের সাবেক সাংসদ ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, কাফরুল থানা জামায়াতের আমির তসলিম লস্কর। এছাড়া আছেন- জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, মনসুর রহমান, জাকির  হোসাইন, আশরাফুল আলম ইকবাল, এবিএম নুরুল্লাহ ওরফে মোহাম্মদ উল্লাহ, আবুল হাসেম, মোহাম্মদ সাব্বির ও মজিবুর রহমান ভূঁইয়া।

পুলিশের দাবী পল্লবী থানাধীন মিরপুর-১০ নম্বর সড়কের ১১ নম্বর লাইনের একটি বাসার তৃতীয় তলায় থাকেন জামায়াত নেতা হারুন অর রশিদ। তার বাসায় জামায়াত নেতা-কর্মীদের একটি গোপন বৈঠকের খবর পেয়ে গত ৭ সেপ্টেম্বর সেখানে অভিযান চালিয়ে লম্বাকৃতির ২০টি বোমা, লাঠি, পাইপ, চাঁদা আদায়ের রসিদসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের আরো দাবী করছে, কোরবানি ঈদের আগে বেতন- বোনাস পরিশোধ করা হবে না, পোশাকশ্রমিকদের এলাকায় এমন গুজব ছড়িয়ে শ্রমিকদের ক্ষেপিয়ে তুলে শ্রমিক অসন্তোষ তৈরি করে সেই অস্থিরতার মধ্যে নাশকতার ছক আঁকছিলেন তারা।

উল্লেখ্য, সাবেক সাংসদ মজিবুর রহমান ৪৫টি, মিয়া গোলাম পরোয়ার ১২টি ও তসলিম লস্কর নাশকতা নয়টি পুরোনো মামলার আসামি।

২০১১ সালের ২৮ অক্টোবর মিরপুর থেকে মজিবুর রহমান গ্রেপ্তার হয়েছিলেন। এরপর চারবার জামিন পেয়ে আবার কারা ফটক থেকে গ্রেপ্তার হন তিনি। পরে ২০১৩ সালের আগস্টে তিনি জামিনে মুক্তি পান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া