adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ কমাতে হবে’

Fbcci1441632508দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমিয়ে দেশি বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।
 
সোমবার বিকেলে মতিঝিলের ফেডারেশন ভবনে ডিএসইর ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে এ মন্তব্য করেন এফবিসিসিআইয়ের সভাপতি।
 
দেশে বিনিয়োগ তহবিলের বিকল্প উৎসের (অল্টারনেটিভ সোর্স অব ফান্ড) অভাব রয়েছে উল্লেখ তিনি বলেন, ‘শেয়ারবাজার হতে পারে বিনিয়োগ তহবিলের বিকল্প উৎস। বড় বড় শিল্পপতিরা যাতে শেয়ারবাজারকে তহবিলের বিকল্প উৎস হিসেবে ব্যবহার করতে পারে সেজন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকার্স অ্যাসোসিয়েশনকে কাজ করতে হবে।’
 
মাতলুব আহমাদ বলেন, ‘প্রতি দুই মাস পর পর আমরা সমন্বিত বৈঠক করব। এ বৈঠকে দেশের বড় বড় শিল্পপতিরাও উপস্থিত থাকবেন। বৈঠকে অল্টারনেটিভ সোর্স অব ফান্ড সম্পর্কে ডিএসইর ব্রোকার্স অ্যাসোসিয়েশন শিল্পপতিদের বোঝাবেন বা ব্যাখ্যা দেবেন।’
 
বৈঠকে ডিএসইর ব্রোকার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আহসানুল ইসলাম টিটু, ডিএসইর প্রাক্তন সহ-সভাপতি ও বর্তমান সদস্য মিজানুর রহমান খান, প্রাক্তন পরিচালক এ এস শহিদুল হক বুলবুল, হানিফ ভূঁইয়া, মিনহাজ মান্নান ইমন ও খুজিস্তা-নূর-ই নাহরিন উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া