adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোরবানির হাট নিয়ে দ্বন্দ্ব হলেই বন্ধ

IGP_thereport24নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় যেসব কোরবানির গরুর হাট নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে সেবব হাট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
তিনি বলেন, ‘গরুর হাট নিয়ে যেনো আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনো প্রকার অবনতি না ঘটে সে জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
পুলিশ সদর দফতরে সোমবার দুপুরে ঈদপূর্ববর্তী আইন-শৃঙ্খলা বিষয়ে সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক এ সব কথা বলেন।
আইজিপি বলেন, ‘ঢাকা শহরে কোনো অবৈধ গরুর হাট বসবে না। নির্দিষ্ট স্থান ছাড়া রাস্তার মধ্যেও কোনো হাট বসবে না। ঢাকা শহরে দুই সিটি করপোরেশনের মোট ২৩টির মতো জায়গায় নিরাপদভাবে গরুর হাট বসবে। গরুর হাট কেন্দ্রিক কোনো চাঁদাবাজিও সহ্য করা হবে না।’
এ কে এম শহীদুল হক বলেন, ‘গরু ব্যবসায়ীদের বড় অংকের টাকা লেনদেনের জন্য পুলিশ সহযোগীতা করবে। এজন্য প্রত্যেক হাটে পুলিশ ক্যাম্প ও নিরাপত্তা ক্যাম্প বসানোর ব্যবস্থা করা হয়েছে। জাল টাকা প্রতিরোধের জন্য পুলিশের পাশাপাশি সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের জালটাকা সনাক্তকারী মেশিন বসানো কথা বলা হয়েছে।’
কোরবানির গরু চামড়া পাচার রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে আইজিপি বলেন, ‘এবার রাজধানীর বাইরে কোনো পশুর চামড়া যাবে না। তবে বাইরে থেকে রজধানীতে চড়ামা আসতে পারবে।’
তিনি আরও বলেন, ‘চমড়া যেনো বাইরে না যায় সে লক্ষ্যে রাজধানীর বহির্গমন পথে সার্বক্ষণিক তল্লাশী অভিজান চালানো হবে। এ ছাড়া রাজধানীর আশপাশের কোরবানির সময় যানজটমুক্ত রাখতে ১৪টি ওয়াচ টাওয়ার বসানো হবে। হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ সাধ্যমত জনগণের ভোগান্তি কোমানোর চেষ্টা করবে।’
সংবাদ সম্মেলনের আগে আইজিপি আইন-শৃঙ্খলা বিষয়ক একটি সভা করেন। সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি), দেশের সব রেঞ্জের ডিআইজি, ডিজিএফআই এবং এনএসআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া