adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সূচক সামান্য বাড়ালেও কমেছে লেনদেন

DscCsc1441534859নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।
 
দিনশেষে ডিএসইর প্রধান সূচক (ডিএসইএক্স) ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে ৪৩৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৬৪ কোটি ৫০ লাখ টাকা বা ১২ দশমিক ৯৪ শতাংশ কম। আগের দিন এ বাজারে ৪৯৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
 
ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৮৪টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
 
ঢাকার বাজারে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- আমান ফিড লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, লিন্ডে বিডি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং বারাকা পাওয়ার।
 
দিনশেষে অপর শেয়ারাবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬০৪ পয়েন্টে। লেনদেন হয় ৩১ কোটি টাকার শেয়ার। সিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টি কোম্পানির, দর কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া