adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দর্শক হৃদয়ে ঝড় তুলে এই দিনে চলে যান সালমান শাহ

full_1974797246_1441495282বিনোদন ডেস্ক : ১৯ বছর আগে ৬ সেপ্টেম্বর মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। 

নব্বইয়ের দশকের শ্রেষ্ঠ নায়ক সালমান শাহর প্রকৃত নাম শাহরিয়ার চৌধূরী ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর তিনি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান সজিবের হাত ধরে তার অভিনয় জগতে প্রবেশ। ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রে তার সঙ্গে নায়িকা হিসেবে মৌসুমী ও গায়ক আগুনের চলচ্চিত্রে অভিষেক ঘটে।

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। অভিনয় করেছেন মাত্র ২৭টি চলচ্চিত্রে। আর সাবলীল অভিনয় নৈপুণ্যে জয় করেছিলেন কোটি মানুষের ভালোবাসা। হয়ে উঠেছিলেন বাংলাদেশের সিনেমার এক নাম্বার নায়ক। আজ তিনি কিংবদন্তি, সালমান শাহ। যুগে যুগে ফিরে আসবে তার প্রসঙ্গ ও স্টাইল— তাই মৃত্যুর এত বছর পরও প্রাসঙ্গিক সালমান।

সালমান শাহ ছিলেন ভাগ্যবান। সে সময়ের প্রতিনিধিত্বশীল পরিচালকদের সিনেমায় সুযোগ পেয়েছিলেন তিনি। তারা হলেন— সোহানুর রহমান সোহান, জহিরুল হক, মহম্মদ হান্নান, গাজী মাজহারুল আনোয়ার, জীবন রহমান, শিবলী সাদিক, শফি বিক্রমপুরী, শাহ আলম কিরণ, দেলোয়ার জাহান ঝন্টু, হাফিজ উদ্দিন, তমিজ উদ্দিন রিজভী, মালেক আফসারী, বাদল সরকার, মতিন রহমান, দিলীপ সোম, রানা নাসের, ছটকু আহমেদ ও জাকির হোসেন রাজু। তার নায়িকা হয়েছিলেন মৌসুমী, শাবনূর, শাবনাজ, লিমা, শিল্পী, শ্যামা, সোনিয়া, বৃষ্টি, সাবরিনা ও কাঞ্চি।

মৃত্যুর আগে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন পরে কাজ করতে পারেননি তিনি। এগুলো হল— ‘শেষ ঠিকানা’, ‘প্রেমের বাজী’, ‘আগুন শুধু আগুন’, ‘কে অপরাধী’, ‘মন মানে না’, ‘ঋণ শোধ’, ‘তুমি শুধু তুমি’।

সালমান শাহ অভিনীত চলচ্চিত্র

● কেয়ামত থেকে কেয়ামত – ১৯৯৩ সালের ২৫ মার্চ
● তুমি আমার – ১৯৯৪ সালের ২২ মে
● অন্তরে অন্তরে – ১৯৯৪ সালের ১০ জুন
● সুজন সখী – ১৯৯৪ সালের ১২ আগস্ট
● বিােভ – ১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর
● স্নেহ – ১৯৯৪ সালের ১৬ সেপ্টেম্বর
● প্রেমযুদ্ধ – ১৯৯৫ সালের ২৩ ডিসেম্বর
● কন্যাদান – ১৯৯৫ সালের ৩ মার্চ
● দেনমোহর – ১৯৯৫ সালের ৩ মার্চ
● স্বপ্নের ঠিকানা – ১৯৯৫ সালের ১১ মে
● আঞ্জুমান – ১৯৯৫ সালের ১৮ আগস্ট
● মহামিলন – ১৯৯৫ সালের ২২ সেপ্টেম্বর
● আশা ভালোবাসা – ১৯৯৫ সালের ১ ডিসেম্বর
● বিচার হবে- ১৯৯৬ সালের ২১ ফেব্রুয়ারি
● এই ঘর এই সংসার – ১৯৯৬ সালের ৫ এপ্রিল
● প্রিয়জন – ১৯৯৬ সালের ১৪ জুন
● তোমাকে চাই – ১৯৯৬ সালের ২১ জুন
● স্বপ্নের পৃথিবী – ১৯৯৬ সালের ১২ জুলাই
● সত্যের মৃত্যু নেই – ১৯৯৬ সালের ৪ অক্টোবর
● জীবন সংসার – ১৯৯৬ সালের ১৮ অক্টোবর
● মায়ের অধিকার – ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর
● চাওয়া থেকে পাওয়া – ১৯৯৬ সালের ২০ ডিসেম্বর
● প্রেম পিয়াসী – ১৯৯৭ সালের ১৮ এপ্রিল
● স্বপ্নের নায়ক – ১৯৯৭ সালের ৪ জুলাই
● শুধু তুমি – ১৯৯৭ সালের ১৮ জুলাই
● আনন্দ অশ্রু – ১৯৯৭ সালের ১ আগস্ট
● বুকের ভেতর আগুন – ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর

একনজরে সালমান শাহ

নাম : শাহরিয়ার চৌধুরী ইমন
বাবা : কমর উদ্দিন চৌধুরী
মা : নীলা চৌধুরী
জন্মস্থান : জকিগঞ্জ, সিলেট
জন্ম তারিখ : ১৯ সেপ্টেম্বর ১৯৭১
পড়াশুনা : খুলনা বয়রা মডেল হাইস্কুল, এসএসসি- ১৯৮৭ সালে আরব মিশন স্কুল, ধানমন্ডি। আইকম- আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। বিকম- মালেকা সায়েন্স কলেজ, ধানমন্ডি।
বিয়ে : ১২ আগস্ট ১৯৯২
স্ত্রী : সামিরা
প্রথম চলচ্চিত্র : কেয়ামত থেকে কেয়ামত
শেষ চলচ্চিত্র : বুকের ভেতর আগুন
প্রথম চলচ্চিত্রের নায়িকা : মৌসুমী
সর্বাধিক চলচ্চিত্রের নায়িকা : শাবনূর (১৪টি)
মোট অভিনীত চলচ্চিত্র : ২৭টি
টেলিভিশন নাটকে অভিনয় : আকাশ ছোঁয়া (১৯৮৫), দোয়েল (১৯৮৫), সব পাখি ঘরে ফেরে (১৯৮৫), সৈকত সারস (১৯৮৬), পাথর সময় (১৯৯০), ইতিকথা (১৯৯৪), স্বপ্নের পৃথিবী (১৯৯৬), নয়ন (১৯৯৬)।
বিজ্ঞাপনচিত্রের মডেল : ইস্পাহানী গোল্ডস্টার টি (১৯৮৩), জাগুয়ার কেডস (১৯৮৪), মিল্কভিটা (১৯৮৮), কোকাকোলা (১৯৮৯), ফান্টা (১৯৯১)।
রাশি : বৃশ্চিক
উচ্চতা : ৫ ফুট ৬ ইঞ্চি
প্রিয় শখ : দাবা ও ক্রিকেট খেলা
প্রিয় গায়ক : হেমন্ত মুখোপাধ্যায় ও আজম খান
প্রিয় নায়ক : অমিতাভ বচ্চন ও শাহরুখ খান
প্রিয় রং : কালো
প্রিয় পোশাক : জিন্স প্যান্ট ও টি-শার্ট
প্রিয় খাবার : আইসক্রিম ও ফাস্টফুড
প্লে-ব্যাক : প্রেমযুদ্ধ ও আলী কেন গোলাম
পুরস্কার : ১৯৯৫ সালে ইয়ুথ এ্যান্ড সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের শ্রেষ্ঠ নায়কের পুরস্কার।
মৃত্যু : ৬ সেপ্টেম্বর ১৯৯৬।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া