adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাশ্মীরে গণভোট নিয়ে পাকিস্তানের দাবি বাতিল করল ভারত

kashmieer_81862আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের তোলা গণভোটের দাবি খারিজ করেছে ভারত। এই প্রসঙ্গে নয়াদিল্লি জানিয়েছে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, আর সেখানকার বাসিন্দারা গণতান্ত্রিক মতে সরকার নির্বাচন করেছেন।


বিতর্কের সূত্রপাত বুধবার। রাষ্ট্রসংঘে চতুর্থ বিশ্বের স্পিকার সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির (সংসদ) কার্যনির্বাহী স্পিকার মুর্তাজা জাভেদ আব্বাসি বলেছিলেন, এখন সময় হয়েছে জম্মু ও কাশ্মীর বাসিন্দাদের মতা প্রদান করা, যাতে তারা আত্ম-নিয়ন্ত্রণের অধিকার প্রয়োগ করতে পারেন।
এই প্রসঙ্গে স্পিকার সুমিত্রা মহাজন সংবাদসংস্থা পিটিআই-কে জানান, পাকিস্তানের জানা উচিত এটি সংযুক্ত আন্তঃসংসদীয় মঞ্চ, যেখানে ২০৩০ সালের উন্নয়নের কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে। ফলে, এমন মঞ্চে কাশ্মীর প্রসঙ্গকে তুলে আনার কোনও মানে নেই। পাকিস্তানের ওই বক্তব্যকে সম্পূর্ণ অযৌক্তিক বলে ব্যাখ্যা করে মহাজন জানান, ইসলামাবাদের উচিত উন্নয়নের ওপর নজর দেওয়া।
এর সঙ্গেই পাকিস্তানের তোলা গণভোটের দাবিকে খারিজ করে তিনি বলেন, স্বাধীনতা প্রাপ্তির সময় থেকেই জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, আর সেখানকার বাসিন্দারা গণতান্ত্রিক মতে সরকার নির্বাচন করেছেন। এর চেয়ে গণতান্ত্রিক আর কী-ই বা হতে পারে।

অহেতুক বারবার কাশ্মীর প্রসঙ্গকে উত্থাপন করার জন্য পাকিস্তানকে একহাত নেন মহাজন। তিনি জানান, রাষ্ট্রসংঘের প্রত্যেকটি সম্মেলনে কাশ্মীর প্রসঙ্গ তুলে বিষয়টিকে অহেতুক ইস্যু করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। ওদের উচিত বাস্তব পরিস্থিতি মাথায় রাখা।

ওদিকে, কাশ্মীর ইস্যুতে আর আগের মতো পাকিস্তানের পাশে নেই আন্তর্জাতিক মহল। এই অভিমত জানালেন আমেরিকায় নিযুক্ত প্রাক্তন পাক রাষ্ট্রদূত হুসেন হক্কানি। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ পাকিস্তানের কাশ্মীরে গণভোটের দাবি অনুমোদন নাও করতে পারে বলে জানান তিনি।

মার্কিন থিঙ্কট্যাঙ্ক হাডসন ইনস্টিটিউটের দণি ও মধ্য এশিয়া সংক্রান্ত ডিরেক্টর হক্কানি জানান, পাকিস্তানে কাশ্মীর একটা আবেগমথিত ইস্যু। কেননা পাক নেতারা দেশবাসীকে এটা বোঝাতে ব্যর্থ হয়েছেন যে, পাকিস্তান এ ব্যাপারে আর সমর্থন পাচ্ছে না আন্তর্জাতিক মহলের।
তিনি বলেছেন, কাশ্মীরের ভবিষ্যত নির্ধারিত হবে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে, গণভোটে প্রতিফলিত কাশ্মীরের মানুষের রায়ে, পাকিস্তান বহু বছর ধরে তার এই অবস্থানের প্রতি আন্তর্জাতিক মহলের সমর্থন চেয়ে আসছে। পাশাপাশি পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসের অবসান না হওয়া পর্যন্ত এ নিয়ে আলোচনারই পপাতী নয় ভারত।

হক্কানি জানান, অধিকাংশ পাকিস্তানিই এটা জানেন না যে, কাশ্মীর নিয়ে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে শেষ প্রস্তাবটি গৃহীত হয়েছিল ১৯৫৭ সালে। আজ রাষ্ট্রসঙ্ঘে নতুন ভোট চাইলে পাকিস্তান গণভোটের দাবিতে সমর্থন পাবে না।

হাডসন ইনস্টিটিউটের ওয়েবসাইটে এক উত্তর সম্পাদকীয়তে এই অভিমত জানিয়েছেন হক্কানি।

হক্কানি এও লিখেছেন, বাণিজ্য ও সীমান্তের দুপারে যাতায়াত, আদানপ্রদান বাড়িয়ে সম্পর্ক স্বাভাবিক করে নেওয়াই দুদেশের পে শ্রেয় হবে, এটা স্বীকার না করে পাকিস্তানের কট্টরপন্থীরা ‘সবার আগে কাশ্মীর’, এই মন্ত্র আঁকড়ে রয়েছেন। যদিও এটা যে অবাস্তব, সেটা তারা বোঝেন। কাশ্মীর নিয়ে অনড় অবস্থান বহাল রেখে কিছু মিলবে না। কিন্তু পাকিস্তানের নেতারা মনে করেন, দেশের সেনাবাহিনী, ইসলামপন্থীদের সমর্থন পেতে হলে তাদের এটা করে যেতে হবে।

হক্কানির এও অভিমত, জেহাদিদের প্রতি পাকিস্তান রাষ্ট্র মদত দিচ্ছে দেখে সাধারণ মানুষের মধ্যে যে ােভ, অসন্তোষ রয়েছে, তাতে সুড়সুড়ি দিচ্ছে ভারতের কট্টরপন্থীরা। তারা বলছে, পাকিস্তানকে শিা দিতে হবে। কিন্তু এটা ফাঁকা আওয়াজ। তারা বুঝতে পারছে না, পরমাণু অস্ত্রে বলীয়ান রাষ্ট্রকে যুদ্ধের রাস্তায় সমঝে দেওয়া মোটেই সহজ নয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া