adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘সরকার প্রতিবন্ধীদের জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিশ্র“তিবদ্ধ’

2015_09_02_14_48_40_jdvMG1C8ewdxSVyav2dQc4gR9Ufomf_originalনিজস্ব প্রতিবেদক : প্রতিবন্ধীদের প্রতি অবহেলা না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বৈষম্যহীন সমাজ গড়তে সরকার প্রতিবন্ধীদের জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।’ 
বুধবার সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শারিরীক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত আইসিআরসি টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষক অভিভাবকসহ দেশের সকল স্তরের মানুষের কাছে আমার অনুরোধ, আপনাদের পরিবারে প্রতিবন্ধী ছেলে- মেয়ে থাকলে তাদের প্রতি অবহেলা করবেন না।’
বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় প্রতিবন্ধীদের কল্যাণে নেয়া সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। 
তিনি বলেন, ‘সুযোগ পেলে প্রতিবন্ধীরা দেশের সম্পদে পরিণত হতে পারে। তারা তাদের যোগ্যতা- মেধার প্রমাণ দিতেও পারে।’
প্রতিবন্ধী খেলোয়াররা আইসিআরসি টুর্নামেন্টেও চ্যালেঞ্জ গ্রহণে সক্ষম হবে বলে তিনি আশা করেন।  
 প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিবন্ধীদের জন্য সুযোগ সৃষ্টি করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিবন্ধীদের মধ্যে যোগ্যদের খুঁজে বের করে সমাজে প্রতিষ্ঠিত করতে।’ 
প্রতিবন্ধীদের পরিবার যেন সমাজ ও রাষ্ট্রে বোঝা হিসেবে গণ্য করা না হয় সে জন্য জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে সরকার কাজ করছে বলেও বক্তৃতায় উল্লেখ করেন শেখ হাসিনা।   
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিবন্ধীদের জন্য সুযোগ সৃষ্টি করে দেয়া যাতে তারা তাদের ভেতর লুকিয়ে থাকা গুণাবলীর বিকাশ ঘটাতে পারে।’ 
বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে শারীরিক প্রতিবন্ধীদের সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসা হবে।’
শেখ হাসিনা বলেন, ‘নারী-পুরুষ যেই হোক, প্রতিবন্ধী হলেই তাকে ঘর, পরিবার, সমাজের বাইরে রাখা ঠিক নয়।’
তিনি বলেন, ‘আমাদের প্রতিবন্ধী ছেলে- মেয়েরা ইতোমধ্যে প্রমাণ করেছে আন্তর্জাতিক পরিসরে তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা ও দেশের  জন্য সম্মান বয়ে আনতে সক্ষম।’
শেখ হাসিনা বলেন, ‘ইতোমধ্যে প্যারাঅলিম্পিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে যোগ্যতার প্রমাণ দিয়ে ৭০টি পদক জয় করেছে দেশের জন্য, যার মধ্যে ২০টি স্বর্ণপদক রয়েছে।’ 
সকালে অনুষ্ঠানস্থলে পৌঁছে শেখ হাসিনা পাঁচ দেশের প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়কদের সঙ্গে পরিচিত হন। 
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামেই বাংলাদেশ ও ইংল্যান্ডের খেলা দিয়ে টুর্নামেন্ট মাঠে গড়াবে। টুর্নামেন্টের অপর তিন দল হল- ভারত, পাকিস্তান ও আফগানিস্তান।
খোলা মাঠে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সকাল থেকে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর স্টেডিয়ামের প্রেস কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠান শুরু হয়।
অন্যদের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বাংলাদেশে আইসিআরসি ডেলিগেশন প্রধান ক্রিস্টিন কিপোলা বক্তব্য রাখেন। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এসময় মঞ্চে উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া