adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিল্পপতিরা ক্ষোভ ঝাড়লেন শিল্পমন্ত্রীর সামনেই

2015_08_23_17_11_48_K47hmQx5LDVnZAP8JqGyAn7htYenSZ_originalনিজস্ব প্রতিবেদক : প্রতিশ্র“তি অনুযায়ী শিল্প-কারখানায় গ্যাস ও বিদ্যুত সরবরাহ না করায় সরকারের উপর ক্ষোভ ঝাড়লেন শিল্পপতিরা। তারা বলেছেন, সরকার যা বলে তা করে না, যা করতে চায় তার কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেয়া থাকে না বা নির্ধারিত সময়ে হয় না, ব্যবসায়ীদের যেভাবে সহযোগিতা করতে চায় তা করে না।
মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বিসিআইসি ভবনে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত এক সেমিনারে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উপস্থিতিতে শিল্পপতিরা এভাবেই ক্ষোভ প্রকাশ করেন।
সরকারের সমালোচনা করে বিদ্যুত ও গ্যাস নিয়ে সরকারের কাছে সুস্পষ্ট রোডম্যাপ দেয়ার দাবি জানান তারা।

‘শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ম. তামিম।

সেমিনারের শুরুতে বিসিআই সভাপতি এ কে আজাদ বলেন, ‘সরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুত দেয়ার কথা বললেও দিতে পারছে না। ডিমান্ড নোটিশের দেয়ার পর যন্ত্রপাতি আমদানি করা হলেও গ্যাস দিতে পারছে না। এটা তো সরকারের নীতি হতে পারে না। সরকার যদি নিজেই নিজের কথা রাখতে না পারে তবে আমরা কীভাবে বিনিয়োগ করব। সরকারের এ দ্বৈত নীতির কারণে আমরা অসহায় পড়েছি।’

কোনো প্রস্তুতি ছাড়া সারা দেশে অর্থনৈতিক অঞ্চল তৈরির ঘোষণা নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনারা বলছেন ১০০ ইকোনমিক জোন তৈরি হবে। কিন্তু বলছেন না কবে তৈরি হবে। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের কাজ প্রতিবছর শেষ হচ্ছে বলে জানানো হয়, কিন্তু এখনও শেষ হয়নি।’
সরকারের পরিত্যক্ত শিল্পকারখানা বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়ে এ কে আজাদ বলেন, ‘সরকার যদি তাদের প্রতিষ্ঠান আমাদের কাছে দেয় তাহলে ৬ মাস থেকে ১ বছরের মধ্যে বন্ধ প্রতিষ্ঠানগুলো সচল ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করবো।’

এসময় ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘দেশে শিল্প মন্ত্রণালয় আছে কিন্তু সেটা শিল্প নিয়ে কোনো কাজ করে না। সরকার বিদ্যুৎ-গ্যাস দেবে বলে দেয় না, আবার জমি দিয়ে তাও কেড়ে নেয়। এ কারণে আমরা নিজেরাই বিনিয়োগে সাহস পাচ্ছি না, বিদেশিরা কীভাবে আসবে?’

নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হতে শিল্পায়নের স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে কারখানায় গ্যাস ও বিদ্যুৎ দেয়ার সুপারিশ করেন ম. তামিম।

পরে শিল্পমন্ত্রী বলেন, ‘শিল্প স্থাপনে ১৭ জায়গায় আবেদন করতে হয়, অথচ এর মধ্যে শিল্প মন্ত্রণালয় নাই। দেশে পরিকল্পিতভাবে কিছু হয়নি, তাই এ দুরবস্থা হাজির হয়েছে। মাথাভারী প্রশাসন-লুটপাট সব মিলিয়ে লস। তিনি বলেন, ‘সরকারি শিল্পপ্রতিষ্ঠানে যাদের উপদেষ্টা-প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়, তারা লোহা-লক্কর পর্যন্ত চেনে না, উন্নয়ন কীভাবে হবে?’
সরকারি কারখানা ও জমি ব্যবহারে ব্যবসায়িদের প্রস্তাবকে স্বাগত জানিয়ে আমির হোসেন বলেন, ‘এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব দেন, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া