adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভূমধ্যসাগর রুটে পাড়ি দিয়েছে ৩ লাখ, মৃত ২৫০০

UNHCR1-thereport24ডেস্ক রিপোর্ট : ভূমধ্যসাগর রুট দিয়ে চলতি বছর এ পর্যন্ত তিন লাখেরও বেশি অভিবাসনপ্রত্যাশী ইউরোপে পাড়ি দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।
এ সময়ের মধ্যে সমুদ্রপথে অবৈধভাবে পাড়ি দিতে গিয়ে অন্তত ২৫০০ লোকের মৃত্যু হয়েছে বলেও গত শুক্রবারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এর মধ্যে গত বৃহস্পতিবার লিবীয় উপকূলে নৌকাডুবিতে বাংলাদেশীসহ শতাধিক মৃতের সংখ্যা হিসাব করা হয়নি।
সুইজারল্যান্ডের জেনেভায় প্রকাশ করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগর দিয়ে পাড়ি দেওয়াদের মধ্যে প্রায় দুই লাখই গ্রিসে অবস্থান করছে। ইতালীতে রয়েছে প্রায় ১ লাখ ১০ হাজার শরণার্থী।
গত বছর ভূমধ্যসাগর হয়ে ২ লাখ ১৯ হাজার অভিবাসনপ্রত্যাশী ইউরোপে প্রবেশ করে।
ইউএনএইচসিআরের মুখপাত্র মেলিসা ফ্লেমিং বলেছেন, চলতি বছর এ পর্যন্ত ইউরোপে প্রবেশ করতে গিয়ে প্রায় ২৫০০ শরণার্থী বা অভিবাসনপ্রত্যাশী মারা বা হারিয়ে গেছে। গত বছর এ সংখ্যা ছিল ৩৫০০।
শরণার্থী সঙ্কট মোকাবেলায় ইউরোপীয় দেশগুলোসহ সব দেশের সরকারগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া