adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের হাইকমিশনারকে ইসলামাবাদের তলব

1440776399pak-varot-mtnews24আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সাথে পাকিস্তানের দন্ধ সংঘাত যেন চির চেনা রিতীতে পরিণত হয়েছে। দফায় দফায় সীমান্ত সংঘাত দিপাকি বৈঠক নিয়ে দুদেশের টেনশানের পারদ ক্রমশই যেন ভারি হতে থাকে। প্রথমে কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স, অতঃপর নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক এবং সেই সঙ্গে দ্বিপাকি সেনা পর্যায়ের আলোচনা সব কিছু বাতিল হওয়ার পর এবার পাকিস্তানে কর্তব্যরত ভরতের হাই কমিশনার টিসিএ রাঘবনকে ডেকে পাঠাল ইসলমাবাদ।

এর আগে দিল্লিস্থ পাকিস্তানি হাইকমিশনার আবদুল বাসিতের একাধিক বিতর্কিত পদপে নিয়ে দুঃখ প্রকাশ করেছিল ভারত সরকার। সাম্প্রতিক সেই কূটনৈতিক স্নায়ুযুদ্ধে এবার নয়া মাত্রা যোগ করল পাকিস্তান সরকারের তরফ থেকে ভারতের হাইকমিশনার রাঘবনকে ডেকে পাঠানোর এই ঘটনা। ২০১৩ সাল থেকে সেদেশে ভারতের হাইকমিশনার দায়িত্ব পালন করছেন ডাঃ রাঘবন। তার আগে তিনি কয়েক বছর পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের দায়িত্বও পালন করেন। ইতিহাস বলছে, যখনই ভারত-পাকিস্তান উত্তেজনার পারদ চড়েছে, তখনই পাকিস্তানের মাটিতে নানাভাবে ভারতীয় দূতাবাস লাঞ্ছনার শিকার হয়েছে। বিশেষ করে সামরিক শাসনাধীন পাকিস্তানে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া