adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্ত হত্যা নিয়ে মুখ খুললেন শোয়েব আখতার

Akhter1440774007স্পোর্টস ডেস্ক : মাঝে মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে ভারত-পাকিস্তান সীমান্ত। প্রাণ হারায় সাধারণ মানুষ ও সীমান্তরী বাহিনীর সদস্যরা। যদিও রাজনীতির সঙ্গে ক্রিকেট যায় না, তবুও ক্রিকেটাঙ্গনের সবাই চান সীমান্ত হত্যা বন্ধ হোক। তেমনটি ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সেক্রেটারি অনুরাগ ঠাকুর যেমন চান, তেমনি চান পাকিস্তানের প্রাক্তন গতি তারকা শোয়েব আখতারও। শুক্রবার সীমান্ত হত্যা নিয়ে মুখ খুলেন শোয়েব। জানান সীমান্ত হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে পাকিস্তানের ক্রিকেট খেলা উচিত নয়।
 
এ বিষয়ে তিনি বলেন, ‘সীমান্তে উত্তেজনা রেখে ক্রিকেট খেলা ঠিক নয়। সবাই জানে রাজনীতিকে খেলাধুলার বাইরে রাখা উচিত। তবে দুঃখজনকভাবে সীমান্ত বেশ উত্তেজনা বিরাজ করছে। মানুষ মরছে। এমন পরিস্থিতিতে দুটি দেশের টেস্ট খেলা উচিত নয়।’
 
তিনি আরো বলেন, ‘ভারত-পাকিস্তান এখনো বিশ্বের সেরা দুটি দল। ক্রিকেটকে মজাদার করার জন্য তারা একে অপরের সঙ্গে ক্রিকেট না খেলে থাকতে পারে না। এই দুটি দেশ থেকে ক্রিকেটে যে পরিমাণ মেধাবী মুখ উঠে আসে সেটাকে আপনি অস্বীকার করতে পারেন না। ক্রিকেট বিশ্ব দুটি দেশের সেই মেধাবী ক্রিকেটারদের খেলা দেখতে চায়। দেখতে চায় ভারত-পাকিস্তানের লড়াই।’
 
আগামী ডিসেম্বর মাসে নিরপে ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে ভারত-পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ হওয়ার কথা চলছিল। কিন্তু সীমান্তে উত্তেজনা ও মানুষ হত্যার কারণে সেটা এখন ভেস্তে যেতে বসেছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া