adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বন্যায় উত্তরাঞ্চলে কয়েক লাখ মানুষ পানিবন্দী

1440552074Bogura-mtnews24ডেস্ক রিপোর্ট : উজান থেকে নেমে আসা পানিতে বগুড়া, নওগাঁ, কুড়িগ্রাম ও জামালপুরসহ উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন স্থানে কয়েক লাখ লোক পানিবন্দী হয়ে পড়েছে।
বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। কুড়িগ্রামে বাঁধ ভেঙে পড়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে।
বগুড়ার সারিয়াকান্দি ও ধুনটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এ দুই উপজেলার ৩০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নিরাপদ আশ্রায়ণের জন্য মানুষ বাড়িঘর ছেড়ে যাচ্ছে।
ধুনট উপজেলার কয়েকটি নিচু ইউনিয়নে পানি ঢুকে পড়েছে। এতে প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
কুড়িগ্রাম জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ধরলা নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার ৫৫ ইউনিয়নের প্রায় ২৫০ গ্রামের দেড় লাধিক মানুষ ৫ দিন ধরে পানিবন্দী জীবনযাপন করছেন। নাগেশ্বরী পৌর এলাকার ডুবাছড়ি ব্রিজ ও সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে ডায়নারপাড়, দীঘিরপাড়, জামতলা, চৌবাড়ী, বাবুরহাট, ডাকনিরপাট, ভগিরভিটা, আরাজীকুমরপুরসহ ১০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। অপর দিকে জেলার ৯ উপজেলার গ্রামাঞ্চলের কাঁচাপাকা সড়ক তলিয়ে থাকায় গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
দুর্গত এলাকায় ত্রাণ না পৌঁছায় দুর্ভোগে পড়েছেন বানভাসিরা। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও গবাদিপশুর খাদ্য সঙ্কট।
জেলা প্রশাসন থেকে বন্যাদুর্গতদের জন্য ৮০ টন চাল বরাদ্দ দেয়া হলেও তা এখনো বিতরণ শুরু হয়নি।
নওগাঁর আত্রাই নদীর তীরবর্তী আত্রাই উপজেলার ফুলবাড়ী বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ, শুঁটকিগাছা বেড়িবাঁধ, ভরতেঁতুলিয়া বেড়িবাঁধ ও হাট কালুপাড়া বেড়িবাঁধ ভেঙে গেছে। কাশিয়াপাড়া স্লুইচগেট এখানকার বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। প্রবল পানির চাপে গতকাল নওগাঁ-আত্রাই সড়কের আত্রাই উপজেলার পূর্ব মিরাপুরে প্রায় ৩০০ ফিট ভেঙে যাওয়ায় নওগাঁর রানীনগর ও আত্রাই উপজেলার বন্যা পরিস্থিতি আরো অবনতিসহ নওগাঁ- আত্রাই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ইসলামপুরে সার্বিক বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। যমুনার তীরবর্তী চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া, কুলকান্দি, পাথর্শী ও সদর ইউনিয়নের ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ২০ সহস্রাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় ১৫ হাজার হেক্টর জমির আবাদ নিমজ্জিত আমন তে বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পাহাড়ি ঢলে উপজেলার ১৫টি ইউনিয়ন আমন তে নিমজ্জিত হয়েছে। পানি না কমায় আমন তে পানির নিচে পচে বিনষ্ট হচ্ছে।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ব্রহ্মপুত্রের পানি ২৪ ঘণ্টায় ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল পানির স্রোতে রতনপুর বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে নতুন করে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া