adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বক্রিকেটের ওপর গবেষণা করবেন মুশফিক

mushfiqur rahim pixশামীম হোসেন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স শেষ করার পর এবার একই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে এমফিল করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক এ টি এম আতিকুর রহমানের অধীনে ‘বিশ্বক্রিকেট’-এর ওপর গবেষণা করবেন মুশফিক।
এ সম্পর্কে ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর এ টি এম আতিকুর রহমান বলেন, ‘মুশফিকুর রহিম এমফিল করার বিষয়ে জানতে সোমবার বিশ্ববিদ্যালয়ে আসে। এ মাসের ৩১ তারিখ আবেদনের শেষ দিন। মুশফিক শিগগিরই আবেদন করবে।’
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রিয় ক্যাম্পাসে যান মুশফিক। বিদায়ের আগে তিনি নিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ক্যামেরাবন্দি হন। শিক্ষকদের সঙ্গে তোলা ছবি নিজের ফেইসবুকেও পোস্ট করেন। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গেও দেখা করেন মুশফিক।
মুশফিকের এই আগমনে পুরো ক্যাম্পাসে সাড়া পড়ে যায়। সবাই তার সঙ্গে ছবি তোলার জন্য ভিড় করতে থাকে। এ সময় মুশফিকু রহিম উৎসুক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সবাইতো ক্রিকেটার হতে পারবে না, তাই তোমরা তোমাদের নিজ নিজ অবস্থান থেকে সামনে এগিয়ে যাও’।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া