adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অবিশ্বাস্য : সাপ-ব্যাঙের বন্ধুত্ব!

news_img (3)আন্তর্জাতিক ডেস্ক : বাংলা ভাষায় প্রবাদ আছে সাপে নেউলে সম্পর্ক। কথাটি শুনেই বোঝা যায় সাপের সাথে নেউলেন বন্ধুত্ব হয় না। তেমনি সাধারণভাবে সাপের সাথে ব্যাঙেরও বন্ধুত্ব হয় না। কারণ ব্যাঙ যে সাপের খাদ্য। কিন্তু প্রকৃতিতে মাঝে মাঝে নিয়মের ব্যতিক্রমও তো ঘটে।
তার জলজ্যান্ত প্রমাণ পাইথনের সঙ্গে গেছো ব্যাঙের বন্ধুত্ব। 'শিকারি'র কাছেই সবচেয়ে নিরাপদ বোধ করে সবুজ রঙের গেছো ব্যাঙটি।
দু-জনেই সুবজ। একসঙ্গে খুনসুঁটি করতে করতে বেড়ে ওঠা। তাই, হয়তো এত বন্ধুত্ব। হয়তো বা রঙের আত্মীয়তা। পাইথনের সঙ্গে নিজের মতো খেলা করে ব্যাঙটি। তরতর করে গা বেয়ে ওঠা, শরীরের ভাঁজে দোল খাওয়া… যখন যা মনে হয়, তাই করে। 
ইন্দোনেশিয়ার জাকার্তার চিড়িয়াখানায় গেলে আপনাকে বলতেই হবে, বন্ধুতের কোনও পদবি হয় না। আর এই বিরল ছবিগুলো ধরা পড়েছে স্থানীয় ফটোগ্রাফার ফহমি ভসেরের ক্যামেরায়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া