adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ইসিএফের ২৮ কোটি ডলার ডিসেম্বরের মধ্যে মিলবে’

Mohit71440345211ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘বর্ধিত ঋণ সহায়তা’র (ইসিএফ) দুই কিস্তির ২৮ কোটি ডলার আগামী ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এরপর পরই আইএমএফ সপ্তম কিস্তির বাকি ১৪ কোটি ডলার ছাড় করবে বলে জানান তিনি।
 
সোমবার বিকেলে সচিবালয়ে আইএমএফের নির্বাহী পরিচালক ড. রাকেশ মোহন অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পরে অর্থমন্ত্রী বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন।
 
ইসিএফের শেষ দুই কিস্তির ২৮ কোটি ডলার ছাড় নিয়ে আইএমএফের শর্ত নিয়ে সরকারের বেশ দূরত্ব সৃষ্টি হয়। এক পর্যায়ে অর্থমন্ত্রী ইসিএফের অর্থ না নেওয়ারও ঘোষণা দেন। এর আগে আইএমএফকে চিঠি দিয়ে সরকারের অবস্থান জানিয়ে দেওয়া হয়। অর্থমন্ত্রী বিদেশি ফার্ম দিয়ে বিপিসির হিসাব অডিট না করিয়ে দেশি ফার্ম দিয়ে অডিট করানোর কথা বলেন। এর কয়েক দিনের পরই শর্ত মেনে বিদেশি ফার্ম দিয়ে বিপিসির হিসাব অডিক করানো হবে বলে আইএমএফকে চিঠি দেওয়া হয়।
 
সাাত শেষে মুহিত বলেন, ‘রাকেশ মোহন এই অঞ্চলের নির্বাহী পরিচালক ছিলেন। তার তিন বছরের মেয়াদ শেষ হওয়ার আগে সদস্য দেশগুলো সফর করছেন। এরই অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন। তবে তার সঙ্গে দ্বিপাকি বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। বিশেষ করে ইসিএফের শেষ দুই কিস্তির অর্থ ছাড় এবং নতুন ঋণের বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।’
 
ইসিএফ কিস্তির অর্থ ছাড় নিয়ে আইএমএফের সঙ্গে টানাপোড়েন নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফ তাদের শেষ দুই কিস্তির অর্থ ছাড়ের আগে ভ্যাট আইন ও বিপিসির অডিট বিদেশি ফার্ম দিয়ে করানোর শর্ত দিয়েছিল। এ নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। সেগুলো দূর হয়েছে। বিদেশি অডিট ফার্ম দিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সমুদয় হিসাব অডিট করানো হবে। এ বিষয়ে সরকারের সম্মতি জানিয়ে আইএমএফকে চিঠি দেওয়া হয়েছে।’
 
ইসিএফ সহায়তা গ্রহণের েেত্র সিদ্ধান্ত পরিবর্তন প্রসঙ্গে মুহিত তখন বলেন, ‘বিদেশি অডিট কোম্পানি দিয়ে বিপিসির সমুদয় হিসাব অডিট করার েেত্র আইনগত কোনো বাধা নেই। এ কারণে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করেছে।’
তিনি বলেন, বিপিসি এমন একটি প্রতিষ্ঠান তাদের হিসাব সংরণের েেত্র তারা কোনো নিয়ম-কানুনই অনুসরণ করে না। সংস্থাটির হিসাব আন্তর্জাতিক অডিট ফার্ম দিয়ে করানোর বিষয়ে জ্বালানী মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদপে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে জ্বালানী মন্ত্রণালয়ের সঙ্গে আমি বসব।’
 
ভ্যাট আইন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘ভ্যাট আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। এটি অনুমোদনের জন্য যে কোনো সময় উঠবে। আশা করছি আগামী সেপ্টেম্বরের মধ্যে সব কাজ শেষ হবে।’
 
অর্থমন্ত্রী বলেন, ‘আইএমফের নির্বাহী পরিচালক জানিয়েছেন, বাংলাদেশের ছোট-বড় ৭৫টি প্রকল্পে তাদের অর্থায়ন রয়েছে। এ বিষয়ে আমি তাকে প্রকল্পের সংখ্যা ১৫/১৬ তে নামিয়ে আনতে বলেছি। তার সঙ্গে নতুন ঋণ নিয়েও আলোচনা হয়েছে। তবে ইসিএফ আর নয়, প্রয়োজনে নতুন কোনো প্রকল্প থেকে ঋণ নেওয়া হবে।’
 
আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লে তার প্রভাব দেশের বাজারেও পড়ে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম কমলেও বাংলাদেশে এখনো জ্বালানী তেলের দাম কমানো হয়নি। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে বিপিসি একটি লোকশানি প্রতিষ্ঠান ছিল। জ্বালানী তেলের দাম আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় না কারায় প্রতিষ্ঠানটি বিপুল লাভ করে তাদের তি পুষিয়ে নিতে পেরেছে। খুব শিগগির দেশে জ্বালানী তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া