adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কবি রুমকি আনোয়ারের কবিতা- “পলাতক জীবন”

        1725399_1381571228802459_2985569838837590592_n

 

       

 

 

         

         রুমকি আনোয়ার 

          হৃদয়ে ধারন করা সমুদ্র ,গাঙচিলের উড়াউড়ি
          বাঁধার প্রাচীর হয়ে থাকে স্বপ্নের মৈনাক পর্বত ,
          কষ্টের সীমান্ত নষ্ট অতীতে ঘূর্ণায়মান ।
          কেবল অতীত হাতড়ে ফিরি ,যার কিছু অংশ
          রোদেলা দুপুরের মতই উজ্জ্বল ,কিছু অংশ
          কুয়াশা ঘেরা রাতের মতই ম্লান ।
          জীবনের লেনদেন চুকিয়ে দিয়ে সরে গেছে আবাল্যের বন্ধুরা ,
          মিথি ,মুনমুন ,শৈলী হয়ত জগত সংসারের পুতুল খেলায় মেতেছে ।
          টিনের চালে শ্রাবন ধারায় সুরের মূর্ছনা
          নারকেল পাতায় সড়ে সড়ে  শব্দ যেন চিরুনি বুলিয়ে  যায়
          সেই গোল্লাছুট ,ছি বুড়ি ,সাতচাঁড়া উচ্ছল দিনগুলো ,
          আজ অস্পষ্ট ধূসর ছায়া ।
          রনদার পুকুরে জাল ফেলা হতো , নিজে ছিলেন নিরামিষাশী 
           মাছ সব বিলিয়ে দিতেন সে কি ভীড় , একদিন আমার সমান এক মাছ দিয়েছিল
           মাছের মুখে সুতো গলিয়ে দিয়ে বললেন " ছেঁচরিয়ে নিয়ে যা " ,
           আজ সেই পুকুরও নেই ,নেই শানবাঁধানো ঘাট
           শুন্যভিটা কেবল স্মৃতি জানান দিয়ে যায় ।
           জীবন বুঝি বিজয়াদশমির দেবী বিসর্জন
           সঙ্গি হয়ে জেগে থাকে চাঁদ ,অর্ধ নগ্ন চাঁদ ,
            আর কিছু নিশাচর পাখি ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া