adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাজনের কায়দায় ‘হত্যা’: ৫০ হাজার টাকায় সমঝোতা!

rajon1ডেস্ক রিপোর্টঃ সিলেটের শিশু রাজনকে যেভাবে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছিল ঠিক সেই কায়দায় লোহার রড দিয়ে পিটিয়ে লক্ষ্মীপুরের শিশু রমজান আলীকেও (১২) মারাত্মক জখম করা হয়েছিল। পরে ৮ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। কিন্তু শিশু শ্রমিককে দোকান মালিক নির্যাতন চালিয়ে ‘হত্যা’ করার পরও এখনো কোনো মামলা হয়নি। বরং মাত্র ৫০ হাজার টাকায় সমঝোতা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে, সমঝোতার ওই টাকা এখনো পাননি ভুক্তভোগী পরিবার। এদিকে, থানায় এখনো কোনো মামলা হয়নি। ফলে পুলিশও কাউকে গ্রেপ্তার করেনি। শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। নিহতের মা শুক্কুরী বেগম বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু রমজান ডাক্তারদের কাছে জানিয়েছিল তার পিঠের মেরুদণ্ডে লোহার রড দিয়ে দু’টি আঘাত করে দোকান মালিক আলী হোসেন। এতে তার ৬ ও ৭ নাম্বার হাঁড় ভেঙে যায় বলে চিকিৎসকরা জানান। এখন টাকা চাইতে গেলে ছেলে হারানোর (ময়না তদন্তে লাশ কাটা-ছেঁড়া) ভয়ে পুলিশের কাছে সন্তানের না দাবি দিয়ে লাশ দাফন করে ফেলেছি। অন্যদিকে, বাবা তাজুল ইসলাম জানান, স্থানীয় পৌর কাউন্সিলর মো. শিপন ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার আশ্বাসের প্রেক্ষিতে থানায় মামলা করা হয়নি। তবে এখনো কোনো টাকা পাননি বলে জানান তিনি। এদিকে, এ ব্যাপারে লক্ষ্মীপুর পৌর কাউন্সিলর শিপনের বক্তব্য জানতে খোঁজ করে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন মিয়া বাংলামেইলকে জানান, ঘটনার তদন্ত চলছে। পরিবারের কেউ মামলা না করলেও পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে। উল্লেখ্য, গত ১০ আগস্ট মঙ্গলবার স্থানীয় বাগবাড়ীর প্রাণ কোম্পানির পরিবেশক এবং সৌদিয়া ট্রেডাসের মালিক আলী হোসেনের দোকানে কাজ করছিলেন রমজান। এ সময় রমজানের মাথায় দুইটি দুধের কার্টন তুলে দেয় দোকান মালিক। ভার সইতে না পারায় ঘাঢ় মুচড়ে গিয়ে কার্টন গুলো পড়ে গিয়ে গুরুত্বর আহত হন রমজান। একই সময়ে মালামালের ক্ষতি হয়েছে অভিযোগ এনে আহত রমজানকে দোকান মালিক লোহার রড দিয়ে পেটায় বলে অভিযোগ করেন নিহতের পরিবার। পরে ৮দিন পর মঙ্গলবার (১৮ আগস্ট সন্ধ্যায়) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু রমজান। বুধবার বিকালে পারিবারিক কবরস্থানে নিহতের দাফন সম্পন্ন হয়। নিহত রমজান বাঞ্চানগর গ্রামের তাজুল ইসলামের ছেলে। সুত্রঃ বাংলামেইল ২৪ 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া