adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমলার সেঞ্চুরিতে দণি আফ্রিকার জয়

south_africa1440013379স্পোর্টস ডেস্ক : ২৫১ রানে অষ্টম উইকেট হারায় নিউজিল্যান্ড। আউট হন নাথান ম্যাককালাম। এরপর অবশ্য আর জয়ের আশা করেনি সফরকারীরা। কিন্তু তারপরও ২৮৩ রানে গিয়ে নবম উইকেটের পতন হয় নিউজিল্যান্ডের। জয়ের জন্য তখন ১২ বলে ২১ রান প্রয়োজন। স্বীকৃত ব্যাটসম্যান থাকলে এটা অসম্ভব কিছু ছিল না। কিন্তু ইশ সোধি কিংবা অ্যাডাম মিলনের পে সেটা নেওয়া অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করতে পারেননি তারা দুজন। ফলে ২৮৪ রানেই শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ইস সোধি। আর এতে দণি আফ্রিকা প্রথম ওয়ানডেতে ২০ রানের দারুণ এক জয় পায়।
 
বল হাতে দণি আফ্রিকার ডেল স্টেইন, ফিলান্ডার, ইমরান তাহির ও ডেভিড ওয়াইস দুটি করে উইকেট নেন। তাদের আগে ব্যাট হাতে প্রোটিয়াদের জয়ে সবচেয়ে বড় অবদানটি রাখেন হাশিম আমলা। তিনি ১২৬ বলে ১৩টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ১২৪ রান তোলেন। দ্বিতীয় সর্বোচ্চ ৮৯ রান আসে রাইলি রুশোর ব্যাট থেকে। তাদের দুজনের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান তুলেছিল স্বাগতিকরা। জবাবে ৪৮ ওভার সবকটি উইকেট হারিয়ে ২৮৪ রানের বেশি করতে পারেনি ব্ল্যাক ক্যাপসরা। নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৬০ রান করেন টম লাথাম। ৪৭টি রান আসে উইলিয়ামসনের ব্যাট থেকে। ৪১ রান করেন নিসাম। কলিন মুনরো করেন ৩৩ রান।
 সেঞ্চুরি করে আমলা ম্যাচ সেরা নির্বাচিত হন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া