adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৮ কোটি টাকা প্রতারণা- ‘এহসান এসের’ পরিচালক গ্রেফতার

rajshahi-ehasan-pic-by-eliasarafat-18.08.15.doc_ডেস্ক রিপোর্ট : রাজশাহী মহানগরীতে গ্রহকের ৮ কোটি টাকা নিয়ে প্রতারণার করার অভিযোগে ‘এহসান এস বাংলাদেশ’ নামে এক প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল কাদের শিমুলীকে আটক করেছে পুলিশ।

আটক আব্দুল কাদের শিমুলী নগরীর উপশহর কড়াইতলা বড় মসজিদের খতিব ও সুলতানাবাদ ইসলামী মাদ্রাসার মুহাদ্দেস।

গ্রহকরা অভিযোগ করেন, ‘এহসান এস বাংলাদেশ’ নামে প্রতিষ্ঠানটি প্রায় ৯ বছর আগে চালু করেন আব্দুল কাদের শিমুলী। এহসান সোসাইটি ও এহসান রিয়েল স্টেট নামে দুইটি শাখা খোলেন। এহসান সোসাইটির কার্যক্রম হচ্ছে এ শাখায় গ্রাহকরা নিদিষ্ট মেয়াদে টাকা প্রতি মাসে জমা দেবে। যা ৮ বছরে দ্বিগুণ হবে। অপরদিকে, এহসান রিয়েল স্টেট শাখায় গ্রাহকরা মোটা পরিমাণে অর্থ জমা দেন। যা থেকে প্রতি মাসে নিদিষ্ট পরিমাণে লাভের অংশ গ্রহকদের দেয়া হয়।

দীর্ঘদিন ব্যবসায় এহসান সোসাইটির শাখায় ৩ কোটি ও এহসান রিয়েল স্টেট শাখায় ৫ কোটি টাকা জমা হয়। গ্রহকের সংখ্যা ৩ হাজারের বেশি। এতো সংখ্যার গ্রহক সম্প্রতি সময় তাদের চুক্তি অনুযায়ি অর্থ পাচ্ছিলেন। এ নিয়ে গ্রহকদের মনে দীর্ঘদিন ধরে অসন্তোষ দেখা দেয়। অনেক গ্রাহক তাদের টাকা ফেরত নিতে গিয়েও ঘুরে আসে।

এহসান এস বাংলাদেশ নামে এক প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল কাদের শিমুলী হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সংবাদ গ্রহকদের কাছে পৌঁছালে বিনিয়োগ করা অর্থ ফিরে পেতে তারা উঠে পড়ে লাগে। অবশেষে সোমবার সকালে আব্দুল কাদের শিমুলী অফিসে আসলে গ্রহকরা আটকে অবরুদ্ধ করে রাখেন। শেষে সোমবার রাতে বোয়ালিয়া থানা পুলিশ এসে আব্দুল কাদের শিমুলীকে আটক করে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার দিনভর থানায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। এ ঘটনায় মঙ্গলবার রাতে বোয়ালিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, গ্রহকদের অভিযোগের ভিত্তিতে আব্দুল কাদের শিমুলীকে আটক করা হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া