adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেলবোর্নে জাতীয় শোক দিবস ১৫ আগস্ট পালিত

11224057_1709076409324332_140011744706270091_nওবায়েদ মনি,মেলবোর্ন (অস্ট্রেলিয়া)ঃ বঙ্গবন্ধু পরিষদ মেলবোর্ন, অষ্ট্রেলিয়া ইনক গত ১৫ই আগষ্ট ২০১৫ জাতীয় শোক দিবস পালন করে ফ্লেমিংটন কম্যুনিটি সেন্টারে। এবারের শোক দিবস অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যের বিদেহী আত্মার জন্য প্রার্থণা করা হয়। উক্ত অনুষ্ঠানে এবারে বিশেষভাবে কচিকাঁচা ও শিশু-কিশোরদের বয়েসভিত্তিক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশুদের অংশগ্রহণ অনুষ্ঠানকে বিশেষভাবে আকর্ষণ করে। ভিক্টোরিয়ার প্রবীণ ও সম্মানিত মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ ও বক্তব্য ছিল উল্লেখযোগ্য। স্বাগতঃ বক্তব্য রাখেন পরিষদের সভাপতি জনাব গোলাম সারোয়ার। একে একে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা খন্দকার সালেক, মুক্তিযোদ্ধা কাজী সেলিম, মুক্তিযোদ্ধা অধ্যাপক শামস রাহমান, মুক্তিযোদ্ধা দেলোয়ার আলী, মেলবর্ণ মেট্রো বাংলা স্কুলের কর্ণধার ইঞ্জিনিয়ার রেজাউর রাহমান বেনু, জনাব ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ক্যাপ্টেন প্রদ্দুৎ দে তুহীন, কৃষিবিদ পারভীন আরা, প্রজন্ম ৭১ এর মুখপত্র জনাব তাজউদ্দিন এবং আরো অনেকে। রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয় শেষে। নতুন প্রজন্মের তাঞ্জুরা, সাইহা, তানজিল, হৃদিতা ও নাজিবা 11873442_1709076309324342_8634502588904304499_nতাদের স্ব স্ব রচনা থেকে চুম্বক অংশ পা্ঠ করে। তাদের হাতে পুরষ্কার স্বরূপ একটি করে নোকিয়া উইন্ডোজ ফোন এবং মেডেল তুলে দেয়া হয়। আনুষ্ঠানের শেষে বীর মুক্তিযোদ্ধাদের  বঙ্গবন্ধু পরিষদের সম্মাননা মেডেল পরিয়ে দেয়া হয়। সবশেষে দোয়া পরিচালনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন পরিষদের সাধারণ সম্পাদক জনাব ওবায়েদ মণি। আমানিয়া রেষ্টুরেন্টের সৌজন্যে অভ্যাগতদের খাবার পরিবেষণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ডাঃ তুহীন তারিকুল ইসলাম এবং সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল আলম ফিরোজ।অনুষ্ঠানে বক্তারা আয়োজকদের প্রয়াসের ভূয়সী প্রসংসা করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া